আমাদের কথা খুঁজে নিন

   

বুয়া কেন প্রিন্সিপ্যাল

*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~* আমাদের দেশে বুয়ার সংকটের কথা কে না জানে...তবে বুয়া যে প্রিন্সিপ্যাল হয় এটা বাংলাদেশে খুবই নতুন ঘটনা....এই ঘটনাটা ঘটেছে দেশের স্বনামধন্য স্কুল ভিকারুননিসাতে এখানে এক বুয়া প্রিন্সিপালের পদ দখল করে বসে আছে...যে কিনা বলে ‎"এটা রেইপ না, এটা মিউচুয়াল সেক্স।"....আমার তো সন্দেহ লাগে উনি কোনদিন ভিকটিম মেয়েটার মতন বয়স পার করেন নাই কিংবা উনার ঘরে কোন মেয়ে নাই। তবে ঐ যে বলে না কয়লা ধুয়লে যায়না ময়লা দেশের স্বনামধন্য শিক্ষিত বুয়া নাকি মেয়েদের উল্টা হুমকি দিচ্ছে মানব বন্ধন করবে বলে "কালকে পুলিশ আসবে আর লাঠি পেটা করবে,তোমরা কেউ এসো না"...আরে বুয়া হয়ে এত বড় সাহস বাড়ির মেয়েদের নিয়া বাজে কথা বলিস....সে কি জানে না মুখ উপরের দিক করে আকাশে থুথু ফেললে নিজের উপরেই পড়ে....এসব আউল-ফাউল কথা বলে নিজেরে নারী জাতির কলঙ্ক হিসেবে উপস্হাপন করাতে বুয়ারে এমনি নয়া সনদপত্র দেওয়া দরকার যেটা বাইন্ধ্যাইয়া চোখের সামনে লটকাইয়্যা রাখে আর নিজের কুকীর্তির কথা মনে করে লজ্জ্বা পায় সারাটাজীবন । যাইহোক উনার চাকরী নট হইলে যাতে আর ভাতে মারা পড়তে না হয় সেজন্য বুয়া সমাজ তাকে কাজে ফিরে আসার জন্য আকুল আবেদন জানিয়েছে....বুয়া কোম্পানীর এমডি হিসেবে তারে উপদেশ দিবো বুয়াদের ও মুখের লাগাম আছে। কটরপটর যতই করুক না কেন বাড়ির মেয়েরে সম্মান দেয়।তারে বুয়া সমাজে এন্ট্রি করার পর এটাই সবার আগে শিখাবো কিভাবে সঠিকভাবে ,সঠিকস্হানে সঠিককথা বলতে হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.