আমাদের কথা খুঁজে নিন

   

ড্রাইভার, বুয়া বা জরুরী প্রয়োজনের এসিস্টেন্ট - এ ধরনের সেবা গুলো আউটসোর্স করতে পারলে কেমন হতো?

আমার চোখে বর্তমান...

আমাদের তেমন একটা ড্রাইভারের প্রয়োজন হয়না। বাচ্চার স্কুল কাছেই, আমার অফিস আমাদের বাসার বিল্ডিংয়ে। বাচ্চার স্কুল আর টুকটাক কাজেই গাড়ী ব্যবহার হয় এবং সেটা আমিও চালাতে পারি। মাঝে মাঝে ঢাকার বাইরে যেতে বা আব্বা গাজীপুর আর উত্তরা যেতে হয়ত ড্রাইভার দরকার ছিল। কিন্তু তাও হয়ত মাসে একবারও যাওয়া হতো না।

আমাদের ড্রাইভার মোটামুটি বসে বসেই বেতন নিত। আমি মাঝে মাঝে ভাবতাম যদি এমন প্রফেসনাল সার্ভিস পাওয়া যেত যে পার্ট টাইমার ড্রাইভার পাওয়া যেত, তাহলে কতোই না সুবিধা হতো! শুধু ড্রাইভার কেন, ধরেন বিল দেবার জন্য বা যে সমস্ত সার্ভিস আমাদের মাসে বা সপ্তাহে ১-২ বার দরকার হয়, বা জরুরী প্রয়োজনেও সাহায্য করার জন্য যদি একটি কোম্পানী থেকে পার্টটাইমার এসিস্টেন্ট পাওয়া যেত, তাহলে অনেকেরই উপকার হতো। পার্টটাইমার বুয়া (বাসায় কোন পার্টিতে সাহায্য করার জন্য - মাসে ১-২ দিন) সহ অনেক ধরনের সেবাই এভাবে দেয়া যেতে পারে। কোম্পানীটি তাদের সরবরাহকৃত লোকদের পুলিশ ভেরিফিকেশন করে যাবতীয় তথ্য সংরক্ষন করলে নিরাপত্তার সমস্যা সমাধান করা খুবই সম্ভব। একটু চেষ্টা করলে যেকেউ এধরনের একটি ব্যবসা শুরু করতে পারেন।

এমনই একটা বিজ্ঞাপন দেখলাম নতুনবাজারে (Click This Link) । যদিও তারা মনে হয় না ড্রাইভার বা বুয়া বা এধরনের সাপোর্ট দেয়। ইসস... যদি দিত!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।