আমাদের কথা খুঁজে নিন

   

Mohammad Ashraful এর ১৯০ নিয়ে তামিম ইকবাল:

বোকারা ভাবে তারা চালাক, চালাকরা ভাবে তারা চালাক। আসলে সবাই বোকা। বোকার রাজ্যে আমাদের বসবাস Mohammad Ashraful এর ১৯০ নিয়ে তামিম ইকবাল: " রান করা এক জিনিস আর চাপের মধ্যে রান করা আরেক জিনিস। সবকিছু পক্ষে থাকলে যেকোনো ব্যাটসম্যানের জন্যই রান করাটা সহজ হয়ে যায়। আশরাফুল ভাইয়ের ইনিংসটাকে আমি “স্পেশাল” বলব, কারণ কোনো কিছুই তাঁর পক্ষে ছিল না।

২৫ জনের দলে ছিলেন না। প্রস্তুতি ম্যাচেও খেলবেন কি না খেলবেন না ঠিক ছিল না। উনি বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার। উত্থান-পতন সবই দেখেছেন। এবারও তাঁকে নিয়ে প্রশ্ন ছিল।

এই অসম্ভব চাপ মাথায় নিয়ে যে ইনিংসটা খেলেছেন, সেটির তুলনা হয় না। বাংলাদেশের পক্ষে এর চেয়ে ভালো ইনিংসও হয়তো আমি দেখেছি, তবে এত দৃঢ়প্রতিজ্ঞ হয়ে কাউকে খেলতে দেখিনি। উনি প্রমাণ করেছেন, চাইলে উনি মেন্টালি কত স্ট্রং হতে পারেন। " একমত, সহমত পোষণ করলাম। আনি কি বলেন? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।