আমাদের কথা খুঁজে নিন

   

এরাও পুলিশ তবে. . .

পড়শুনার সুবাদে ইউরোপে আছি প্রায় দুবছর। তাই এখানকার কৃষ্টি কালচার প্রায় সবই জানা। যদিও এদের সাথে আমাদের কোনো কিছুরই তুলনা করা যুক্তিযুক্ত নয় কিন্তু তাই বলে আকাশ পাতাল পা্থর্ক্য? এখন এখানে সামারের বন্ধ চলছে। কোনো এক বিকেলে আমি আমার কিছু বন্ধু সহ ফাইরিস রিভারের পাড়ে বসে বড়শিতে মাছ ধরছিলাম। এমন সময় খেয়াল করলাম আমাদের ঠিক ২০গজ দূরে এক মাতাল অতিরিক্ত মদ্য পান করে পাশের ডাস্টবিন টা লাথি মেরে ফেলে দিয়ে পাশে বসা কিছু তরুনীদের বিরক্ত করছিলো।

এক পর্যা্য়ে ব্যাপারটা হাতাহাতিতে পৌছালে মিনিট তিনের মধ্যে পুলিশ চলে আসে। এখানে কেউ কারও গায় দিলে সেটা গুরুতর অপরাধ বলে গন্য হয়। কিন্ত ২জন পুলিশ এসে লোকতটার পাশে অন্তত্য ভদ্রভাবে দাড়িয়ে জিগ্গাসা করলো তার নাম কি করে, এখানে কেন কি করছে এই সব। যিনি পুলিশ অফিসার তিনি প্রশ্ন করলেন তুমি কি জান তুমি যে কাজটা করেছো এটা অপরাধ? একথা বলে তিনি আবারো ভদ্রভাবে বললেন আমাদের সাথে চলো। লোকটা মাতাল থাকায় যেতে অস্বীকার করায় পুলিশ তার পিছনে গিয়ে ২জন ২হাতে ধরে তাকে থানা্য় নিয়ে গেলো।

কিন্ত এই ঘটনাটা যদি আজ আমাদের দেশে ঘটতো কি হত বলতে পারেন? পুলিশ এসেই আগে একগাদা অশ্লীল গালি ও কিছু ডান্ডার বারি দিয়ে বলতো চল ব্যটা শশুড় বাড়ী চল। আর আজ ঢাকা্য় হরতালে যে দৃশ্য দেখলাম তাতে উপরের কথা কল্পনা করাও পাপ। আমরা কোথায় বাস করি? কি আমাদের ভবিষৎ? কি আমাদের নাগরিক অধিকার? এসব ভাবলে আর মনে হয়না পুনরায় দেশে ফিরে কিছু করি। অথচ আমরা না আগালে আমরা কিছু না করলে কে করবে? কতকাল আর চলবে এইসব? একটা নীরব বিপ্লব দরকার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.