আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে ভালবাসি

বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গেয়ে যত ভাবি ভুলে যাব মন মানেনা .....মন মানে না আজ জানলাম ও আমার ব্লগ দেখেছে। পড়েছে। হয়ত খুশীও হয়েছে। কিন্তু আমি চাইনি এত তাড়াতাড়ি দেখুক। অনেক কথা লেখার পর অনেক কথা জমার পর দেখলে ভাল হত।

তাহলে হয়ত ফিলিংস এর গভীরতা আরও বেশী বুঝতো। আজ একসাথে বসলাম কিছুক্ষন। হরতালে দিনটা ভালই কাটল। আচ্ছা এই যে ভাল লাগা ভাল লাগা অনুভুতি এটা নিয়মের বেড়াজালে মাপতে গেলে অন্যায় কেন? মনের তো কোনো নিয়ম নেই। সামাজিক নিয়ম যা তৈরী করেছে সে কি ভুল করেও সামাজিকতার বাইরে কাউকে ভালবেসে ফেলেনি?? সবাই বুকে হাত দিয়ে বলতে পারবেন ভালবাসা নিয়মের মধ্যেই থাকে? আপনার আছে? সত্যিই আছে? হয়ত অনেকে প্রকাশ করেনা ....আমি করলাম।

দোষটা কি শুধু এখানেই?? আজ একটা গল্প পড়লাম। একবার তুমুল ঝড় হল। সমস্ত অনুভুতি গুলো ভয় পেয়ে গেল। কিন্তু "ভালবাসা" নামক অনুভুতি সে সব অবস্থাতেই কোনো না কোনো পথ ঠিকই বের করে নেয়। এবারও নিল।

সে ঠিকই একটা নৌকা তৈরী করে ফেলল। সব অনুভুতি রা গিয়ে উঠল সে নৌকায় । কিন্তু "ইগো"?? সে তো সবার সাথে নৌকায় উঠবেনা। "ভালবাসা" তাকে অনেক বোঝাবার চেষ্টা করল। সে কিছুতেই বুঝলোনা।

সবাই বলল ধেত ওকে ছাড়াই আমরা চলে যাই। কিন্তু "ভালবাসা" কি কাউকে একা ছাড়তে পারে?? সে "ইগো" র সাথে রয়ে গেল। "ইগো"র কারনে "ভালবাসা"র মৃত্যু হল। আমিও এটা ভয় পাই। আমারও সাংঘাতইক ইগো প্রবলেম।

আচ্ছা আমার ভালবাসার কি এভাবে মৃত্যু ঘটবে?? এটা কি হওয়া সম্ভব? আচ্ছা এমন কি গল্পে হতে পারেনা "ভালবাসা"ইগো র সাথে সেই দ্বীপে চিরজীবি হল। বাস্তবে আসলে হওয়া মনে হয় সম্ভব না। ইগো র কারনে মানুষ মানুষের থেকে দুরে থাকে কিন্তু ভালবাসা কি মরে যায়?? আমি যতই দুরে যাই তাকে কি ভালবাসবা না?? তা কি হয়? কেমনে ভুলে যাব এই মানুষটিকেই আমি ভালবাসি? আমি দুর হতে দুরে চলে যাব তবু আমারে দেবনা ভুলিতে। ভালবাসার মানুষটি যদি কাছে নাও থাকে তবু মনের মধ্যে কে তাকে ভুলাতে আসতে পারবে? ওখানে কেন যেন ইগো আসতেপারেনা। ইগো কেন যেন এ বাস্তবিক দুনিয়াতেই বাস করে।

মনের মধ্যে প্রবেশ?? না না ওটা নিষিদ্ধ। ওখানে ওর জন্য শুধুই ভালবাসা। প্রান ভরা ভালবাসা। আমি তাকে প্রান ভরে ভালবাসি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.