আমাদের কথা খুঁজে নিন

   

জনকণ্ঠে প্রকাশিত সংবাদে জামায়াতের প্রতিবাদ

দৈনিক জনকণ্ঠ ‘‘১৪ আগস্ট হাওয়া ভবনে হাসিনা হত্যার ছক তৈরি হয়’’ শিরোনামে গতকাল ৫ জুলাই প্রকাশিত রিপোর্টে ‘‘২০০৪ সালের ১৪ আগস্ট হাওয়া ভবনে অনুষ্ঠিত গোপন বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ উপস্থিত ছিলেন’’ মর্মে যে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য ছাপা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মোঃ তাসনীম আলম গতকাল মঙ্গলবার এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘‘দৈনিক জনকণ্ঠ ‘১৪ আগস্ট হাওয়া ভবনে হাসিনা হত্যার ছক তৈরি হয়' শিরোনামে ৫ জুলাই প্রকাশিত রিপোর্টে ‘২০০৪ সালের ১৪ আগস্ট হাওয়া ভবনে অনুষ্ঠিত গোপন বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ উপস্থিত ছিলেন' মর্মে যে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য ছাপা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সম্পর্কে আমাদের স্পষ্ট বক্তব্য হলো কথিত ঐ বৈঠকে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের উপস্থিত থাকা তো দূরের কথা তিনি মন্ত্রী থাকাকালে হাওয়া ভবনে কখনো যাননি। কাজেই ২০০৪ সালের ১৪ আগস্টের কথিত বৈঠকে মুজাহিদের উপস্থিত থাকা এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়িত থাকার প্রশ্নই আসে না। তাকে মিথ্যা মামলায় জড়ানোর হীন উদ্দেশ্যেই তার বিরুদ্ধে দৈনিক জনকণ্ঠের এ রিপোর্টে মিথ্যা কল্প-কাহিনী ছাপানো হয়েছে। মুজাহিদের বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য দৈনিক জনকণ্ঠ কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তাসনীম আলম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।