আমাদের কথা খুঁজে নিন

   

পতাকা : তারুণ্যের পড়ার কাগজ লেখার কাগজ

দেশের তরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত শিল্প সাহিত্য ও সৃজনমননের কাগজ পতাকা প্রকাশিত হয়েছে। নতুন কাগজের গন্ধ নাকে আসতেই মন আনচান করে উঠে আমার। বরাবরের মত এখনো হচ্ছে। আপনার যদি থাকে কবিতা পড়ার মন, তাহলে আপনিও সংগ্রহ করতে পারেন পতাকা। পতাকা মানেই ভালোলাগার দোলা।

এই কাগজে উঠে এসেছে আমাদের সমসাময়িক জাতীয়, আর্ন্তজাতিক, শিক্ষা, গবেষনা ও সাহিত্য-সাংস্কৃতিক বিভিন্ন বিষয়। আগের সংখ্যাগুলোর সেই অবারিত আহবানের মত করে চলতি সংখ্যাতেও আছে তরুন কবি-কথাশিল্পী আর কলামিস্টদের বেশকিছু লেখা। আছে প্রবীনদেরও অংশগ্রহন। দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পাদনায় প্রকাশিত বলে, পতাকার চলতি সংখ্যাটিতে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস নিয়ে বিশেষ আয়োজন। রয়েছেন ভিসি আরেফিন সিদ্দিক এর সাক্ষাৎকার।

লিখেছেন, প্রো-ভিসি হারুন আর রশীদ, দেশের বরেণ্য কবি রফিক আজাদ, প্রযুক্তির অনন্য ব্যাক্তিত্ব মোস্তাফা জব্বার, প্রাবন্ধিক মোস্তাফা জামান আব্বাসী, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, কাজল বন্দ্যোপাধ্যায়, ডা. শুভাগত চৌধুরী, সাংবাদিক মোমিন মেহেদী, আন্তর্জাতিক বিশ্লেষক মাছুম বিল্লাহ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের অনুবাদ, তপু রায়হান, লিটন ঘোষ জয়, সোয়াদ আহমেদ, উম্মে হাবিবা নাসরিন, সোহেল নওরোজ, পবিত্র দাস, মনোজিৎ মিত্র, মাসুম হাবিব শিশির রাহাত প্রমুখের লেখায় সম্মৃদ্ধ পতাকা জুলাই সংখ্যাটি হতে পারে পড়ু–য়া মানুষের প্রিয় সহযাত্রীও। পতাকা পাতায় পাতায় জমে উঠেছে প্রবন্ধ, আন্তর্জাতিক, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, কবিতা, ছোটগল্প, সংস্কৃতি, স্বাস্থ্য পরামর্শ, তথ্য-প্রযুক্তি, ক্যারিয়ার, পরামর্শ, ফিল্ম রিভিউ, বুক রিভিউ, খেলা, ক্যাম্পাসসহ অনেক কিছই। আপনার কপি সংগ্রহ করতে পারেবেন ঢাবি ক্যাম্পাস শ্যাডো, নীলক্ষেত, শাহবাগ, ফার্মগেট ও রাজধানী ঢাকার বিভিন্ন পত্রিকার স্টল থেকে। আপনি লিখতেও পারেন পতাকায়। ৩৬ (বেইজমেন্ট) কনকর্ড এম্পোরিয়াম, এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫, ই-মেইলঃ ; প্রিয় বন্ধু ওয়েবসাইটেও দেখতে পারবেন।

এজন্য আপনাকে http://potakadu.com/ ক্লিক করতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.