আমাদের কথা খুঁজে নিন

   

প্রসংগ : উপজাতি আদিবাসী এবং অ-উপজাতি আদিবাসী

তাহলে, লড়াই শুরু করি। তৌববুদি মিরাং মহুমদা মিরাং অমা ওন্না লৈবাসিনা মনুঙাইখি... সুতরাং বাংলাদেশের সবাই আদিবাসী। তবে এদেশের আদিবাসী দুই প্রকারের। ১) উপজাতী আদিবাসী এবং ২) অ-উপজাতি আদিবাসী। যদিও নির্বাচনি ইস্তেহার থেকে শুরু করে প্রায় সর্বত্র আওয়ামী সরকারের অনেক খাস লোকজন আগে অহরহ ` আদিবাসী ' শব্দ টি ব্যবহার করতেন ।

কিন্তু সমস্যা দেখা দিল, তাহলে `` বাঙালী'' রা এদেশের আদি অধিবাসী হিসাবে `আদিবাসী ' নয় কেন? এই প্রশ্নের মোকাবিলা করতে গিয়ে ভাবলো এত ঝামেলায় গিয়ে লাভ নেই , `উপজাতী ' শব্দ টি উপজাতীই থাক। তার মধ্যে আবার জাতিসংঘ নাকি `` আদিবাসী '' বল্লে কি কি করবে, কি কি অধিকার নাকি দিতে হবে। বাব্বা! আগে বলেছি তো বলেছি , এখন আর না। তোমরা সব ``বাঙালী '' হয়ে যা, নয়তো উপজাতীই থাক। বাংলা ভাষার ` আদিবাসী ' শব্দটির মানে কি শুধুমাত্র ``আদি অধিবাসী '' ? তাহলে বাঙালীদেরকে অবশ্যই এদেশের আদি -অধিবাসী হিসেবে `আদিবাসী' বলতে সমস্যা নেই।

তবে, আমি কখনোই ``বাঙালী'' না । কোন অর্থেই না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।