আমাদের কথা খুঁজে নিন

   

প্রসংগ চ্যাট ১



আমাকে চ্যাট রুমে কেউ যখন জিজ্ঞেস করে, তুমি কি কর? আমার অবধারিত জবাব হয়" আমি ফুলটাইম চ্যাট এবং উল্টা পাল্টা বইপড়ি এবং কখনো কখনো নিজের ক্লাসের বই পড়ি। তো আমার যারা দেশ বিদেশের চ্যাট বন্ধু রয়েয়েছে ন তাদের আর বুঝতে বাকি থাকেনা যে , আমি ফুল টাইম চ্যাটার। বলার অপেক্ষা রাখেনা , আমি যাদের সাথে অনলাইনে আড্ডা দেই ,তারাও আমার চেয়ে কম জাননা। চ্যাট করতে এত ভাল ও লাগে! এতোতো ,সময় অপচয় ! সত্যি কি সময় অপচয়? কথা হল আমরা যারা এখনও ছাত্র/ছাত্রী তারা কতজনই বা সময়ের উত্তম ব্যাবহার করে থাকি? আমি চ্যাট করে সময় পার করি , এবং বই পড়েও । সুতরাং আমার ঘরে থাকাই বেশি হয়।

ঘরে থেকে আর যাই হোক রাস্তা ঘাটে ,নর্দমার পারে , নোংরা পার্কে ..লেক ও বিশ্ববিদ্যালয়ের অন্ধকার অস্বাস্থ্যকর পরিবেশে প্রেম চর্চা ( নাকি শরীর চর্চা?) করা হয়না। সুতরাং অবস্যই যারা চ্যাট না করে প্রেমের সস্তা হাটে তাদের বিকেয়ে দিয়েছেন ......অথবা পিরিতের নোংরা স্রোতে গা ভাসিয়ে দিয়েছে, তাদের চেয়ে আমি ভাল। এখানে "শরীরচর্চা " শব্দটির কার্যকরী সংজ্ঞা প্রদান করা আবশ্যক মনে করছি। শরীর চর্চা " বলতে এই আলেেখ্য বোঝান হয়েছে , প্রেমিক-প্রেমিকাদের প্রেমচর্চা করার সময় পরস্পরের শরীর নিয়ে চটকা চটকি করা কে! হাহাহা ..... আমায় ক্ষমাকরবেন। আমার চিন্তাটাই কেবল প্রকাশ করছি ।

আমার সাথে দ্বিমত পোষন করার সকল অধিকার আপনার রয়েছে এখানে আমার বক্তব্য একদম পরিষ্কার, আমি মুসলিম , আমি বাঙ্গালী সুতরাং "পশ্চিমা প্রেমের" ঘোর বিরোধী। বলাই বাহুল্য , সবকিছুর মত আমাদের এখানে চর্চিত প্রেমটাও পশ্চিমা। আমাদের বাঙ্গালী প্রেম হল " রজকিণী প্রেম নিকশিত হেম কাম গন্ধ নাহি তাতে" , এবং " আমি তাহাকে ভালবাসি অস্থি মাংস সহ" এই দুটো বিষয়ের সংমিশ্রণ। পশ্চিমা প্রেম হল ' বাকির লোভে নগদ পাওনা , এই ভুবনে কে ছেড়েছে? অর্থাৎ নগদ যা পাও হাত পেতে নাও . তার পরে ভুলে যাও। হা হা হা তো চ্যাট আমার নিজের সংস্কৃতিটা ধরে রাখা এবং লালন করার ক্ষেত্রে যে অনুকূল সুযোগ সৃষ্টি করেছে এই বিষয়টি আমি অনুভব করতে পারি।

আমাদের প্রেমে বাচনিক দিক যেমন রয়েছে তেমনি রয়েছে এর গভীর গহন অনুভবের যোগ। পশ্চিমা প্রেমিক প্র্রবর তার প্রেমাস্পদকে দিনের মেধ্যে কতবার যে " আই লাভ ইউ বলে তার , কোন উত্তর দক্ষিন নেই। তাদের এই যে এতোতো ভালবাসার প্রদর্শনকামিতা , এই যে ভালবাসার আপাত বন্যা ...এটি তাদের বিচ্ছেদকে কতটুকু বিলম্বিত করতে পেরেছে? আমাদের দেশেও আজকাল ওদের মত করে .. কথায় কথায় " জানু" বলা আর রুম ডেটের " প্রেম সংস্কৃতি শুরু হয়েছে। প্রেমরে বাচনিক প্রকাশ বাড়লেও , প্রেমে খরচ বাড়লেও আসল যে বিষয় সেই আত্মার টান টুকুই গেছে কমে। এই সব জটিলতার জটাজাল থেকে অনলাইন ভালবাসা নিয়ে বেশ ভালই আছি ।

জয়তু অনলাইন প্রেম .. জয়তু চ্যাট .....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।