আমাদের কথা খুঁজে নিন

   

প্রসংগ পিলখানা



পিলখানার ঘটনার কোন নতুন তথ্য নাই আমার কাছে কিন্তু পুরাতন কিছু তথ্যকে নতুন ভাবে উপস্থাপন করলাম। আমি একটি রেকর্ডিং শুনলাম কর্ণেল শামস এর কিছু কথা যা তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ও জেবুন্নেছা উপস্থিত ছিলেন (রেকর্ডিং এ মাঝে মাঝে উনাদের কথা শুনা গেছে) কর্ণেল শামস প্রধানমন্ত্রীকে কিছু প্রশ্ন করেছিলেন কিন্তু উনি নিরবভাবে থেকেছেন কোন জবাব দেন নাই। প্রশ্নগুলো ধমকের শুরে বলেছেন সাথে দুইশত আর্মি অফিসার ছিলেন তারাও তাকে সাপোর্ট দিয়েছেন। কর্ণেল শামস প্রশ্ন করেছেন- ১। পিলখানায় যখন গন্ডগোল দেখা দেয় তখন মহাপরিচালক শাকিল প্রধানমন্ত্রীকে ফোন করে বলেছেন আনুমানিক ৮.৩০ মিঃ থেকে ৯.০০টার মধ্যে।

গোলাগুলি শুধু হয় ১১টার দিকে তাহলে প্রধানমন্ত্রী কেন এই সময়ের মধ্যে কোন ব্যবস্থা নিতে পারলেন না? ২। একেকজন আর্মি অফিসার গোলাবারুদের মধ্যে থাকেন এগুলো দেখেই সৈনিক-অফিসার-কর্ণেল-বিগ্রেডিয়ার হয় অনেক ট্রেনিং কৌশল তাদের জানা থাকে যেমন গুলজার এর মতো একজন অফিসার যিনি শীতের রাতে একটি বিল্ডিং এর ছাদ থেকে আরেকটা বিল্ডিং এ যেতে শুধু মাত্র একটা দড়ি নিচে পুকুর হাতে টর্চ নিয়ে দড়ির উপর দিয়ে হেটে পার হতেন তিনিও বাচতে পারলেন না তাহলে কেমন করে শাহারা খাতুন বেচে গেলেন পিলখানায় এসেও তিনি কি এমন ট্রেনিং দিয়েছেন? ৩। যে বিডিআর সেনাবাহীনির দিকে তাকানোর সাহস পেত তারা সেই সেনা অফিসারদের খুজে খুজে মেরেছে আমার তো মনে হয় পিলখানায় যদি শুধু সেনাবাহীনির ইউনিফর্ম পাঠানো হতো তবু বিডিআর চোখ তোলার সাহস করত না তাহলে কেন গুলি করল কাদের জুরে তারা এতো সাহস দেখাল? ৪। আমরা দুইশত অফিসার পিলখানা থেকে বের হতে পারিনি কিন্তু ঘটনার পর প্রধানমন্ত্রী আপনি বলেছেন পিলখানা আপনার নিয়ন্ত্রনে তাহলে কেমন করে ৯৫০০ বিডিআর পালিয়ে গেল? ৫। ১১টার দিকে যে মিছিল সেনাবাহীনির বিরুদ্ধে পিলখানা পর্যন্ত এসেছিলো এই মিছিল কারা বের করেছে তাদের উদ্দেশ্য কি? সেনাবাহীনি তো সাধারণ মানুষের বন্ধুই ছিল তবে তারা কারা? ৬।

একটা ইঙ্গিত দিয়ে যাই আপনাকে বিডিআর গুলি করেছে কারন তাদের কোন হাইকমান্ড ছিল না। আমাদের যদি কোন হাইকমান্ড থাকেনা তাহলে তো আমরাও গুলি করতে পারবো? ৭। সংসদে সংসদ সদস্যরা ঘটনার দিন সেনাবাহীনির সমালোচনায় ব্যস্ত ছিলেন এর কারন কি আমরা কি সংসদ সদস্যদের কোন ক্ষতি করেছি? ৮। বাংলা ভাইকে যদি বাঘমারা থেকে বোম ব্লাস্ট করেও ঢাকায় দ্রুত এনে চিকিৎসা করে ভাল করা গেছে তবে ঘটনার ছয়ত্রিশ ঘন্টার মধ্যে কেন একজন অফিসারকে বাচানো গেল না? ৯। বিএনপি সরকার যেখানে পাঁচ বছরে একজন অফিসারকে কর্ণেল বানাল না সেখানে আমি কয়েকমাসে অফিসার থেকে ডাইরেক্ট বিগ্রেডিয়ার বানিয়ে দিলেন।

যেমন গুলজার কে আমি বিগ্রেডিয়ার বানিয়ে বিডিআর এ পাঠিয়েছেন কেন? কোন স্বার্থে? ১০। বিডিআররা তাদের দাবী দাওয়া ওদের চাওয়া পাওয়া উত্থাপন করবে বিধায় আপনাকে মেজর শাকিল পিলখানায় দাওয়াত কার্ড দিল ২৩ তারিখ কিন্তু আপনার এজেন্ট কেমন কেন ২২ তারিখে বলল প্রধানমন্ত্রী পিলখানায় যাবেন না, তাহলে কি ঘটনা সম্পর্কে আপনি অবগত ছিলেন? ১১। সংবিধানে আছে সেনাদের মধ্যে গন্ডগোল লাগলে সেটা সেনাদের কোর্ট মার্শালে নিঃপত্তি হবে, বাইরের কোন কোর্টে এর বিচার হবে না কিন্তু আপনি এটাকে বিশেষ ট্রাইবুনালে মামলা করে কোর্টে বিচারের জন্য কেন পাঠিয়েছেন? আমরা সাধারন মানুষ কোন অন্ধকারে আছি এখনও জানিনা শুধু বলতে পারি দেশে বড় একটা কিছু হতে যাচ্ছে যা কিছুদিনের মধ্যেই ঘটবে। শুধু বলতে পারি সরকারের এবং বিরোধীদের কিছু বড় বড় নেতারা জড়িত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।