আমাদের কথা খুঁজে নিন

   

আবার “সিলিকন ডিকশনারী”

“কম্পিউটারের জন্য চমৎকার একটি ইংলিশ-টু-বেঙ্গলি ডিকশনারী (সম্পূর্ণ ফ্রি) কম্পিউটারে কাজ করার সময় প্রায়ই আমাদের অজানা অনেক ইংরেজী শব্দের মুখোমুখি হতে হয়। সেসব ক্ষেত্রে ডিকশনারী খুলে অর্থ বের করা যেমন কষ্টকর তেমনি…” টিউনটি প্রথম করেছিলাম গত বছরের ২৮ মার্চ ইং তারিখে “টেকটিউনস্.কম” এ। তারপর থেকে অসংখ্য মানুষের ফোন আর ইমেইল। আমি কল্পনাও করতে পারিনি যে সবাই এত স্বতস্ফূর্ত ভাবে আমার তৈরি করা ডিকশনারীটি গ্রহন করবে। আমি সকলের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞ এবং অবশ্যই অবশ্যই কৃতজ্ঞ তাদের প্রতি, যারা আমাকে ফোনে এবং ইমেইলের মাধ্যম্যে উৎসাহ, কৃতজ্ঞতা এবং পরামর্শ দিয়েছেন।

তবে, অধিকাংশের যে একটি অভিযোগ এবং অনুরোধ ছিল সেটি হল, ডিকশনারীটি কেন এতগুলি ভাগে ভাগ করে আপলোড করলাম এবং অবশ্যই যেন একটি ফাইলে আপলোড করি। অনেক দেরিতে হলেও আমি একটি ফাইলে আপলোড করেছি (যদিও এর মাঝে অনেকেই একটি ফাইলে আপলোড করে ফেলেছেন), যার ডাউনলোড লিংক আজ সকলকে দেওয়ার জন্যই আমার আজকের এই ছোট্ট টিউন। এখন থেকে নিচের লিংক থেকে একটি মাত্র ফাইলে পুরা “সিলিকন ডিকশনারী”-টি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড এখানে একটি কথা বলে রাখা ভাল, আমি ডিকশনারীটিতে কোন রকমের পরিবর্তন বা সংযোজন করিনি। কাজেই, আগে থেকেই যাদের কাছে “সিলিকন ডিকশনারী” আছে, তাদের আর নতুন করে ডাউনলোড না করলেও চলবে।

সকলের মূল্যবান উপদেশ এবং পরামর্শের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। বি:দ্র: মূল লেখাটি যারা পড়েননি, চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.