আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখ কোরো না মাগো আমার, চেয়ে দেখো রাঙা প্রাতে!

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা আছে মাগো হাজার মনের বিপ্লবী চেতনাতে! ওরা গিয়েছিল রাতের আঁধারে সূর্য আনার জন্য, সারা দেশ জুড়ে রক্তপদ্ম ফোঁটালো যে অনন্য! দেখেছে সে ফুল হাজার মানুষ, বাংলার পথে পথে! ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা এঁকে গেছে সবুজ মাটিতে সজীব প্রাণের স্বপ্ন, দলে দলে ফোঁটে সে ফুল এবার মিলায়ে মধুর গন্ধ! দুঃখ কোরো না মাগো আমার, চেয়ে দেখো রাঙা প্রাতে! ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা আছে মাগো হাজার মনের বিপ্লবী চেতনাতে! ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে! লিঙ্কঃ Click This Link (এই গানটা শুনলে মায়ের কথা মনে পড়ে, দেশের কথা মনে পড়ে। আমাদের দেশ। প্রাণের দেশ। আমাদের জন্মভূমি। দেশটা যদি আজ কথা বলতে পারত, হয়ত সে কিছুই না বলে ঝরঝর করে কাঁদত! দুঃখ কোরো না মাগো আমার, চেয়ে দেখো রাঙা প্রাতে! )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.