আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাম শান্তির ধর্ম,হুজুরে সকাল থিক্কা মাইকে শান্তি কপচাইতাসেন

যা দেখি,শুনি,অনুভব করি, আমি স্বপ্নি। তাই গল্পে রুপ দিতে চাই............... সম্মানিত এলাকাবাসী,মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ চলিতেছে। আপনারা যারা দান করতে চান তারা সমাজ কল্যান অফিসে গিয়া দান করেন। সকাল ৭টা থেকে কতক্ষন পর পর মাইকে এই কথা শুনছি। আর চলছে ইসলামিক গান।

যেটা পরিবেশন করছে মাদ্রাসার কিছু ছাত্র। হাজার হলেও ধর্মের বিষয় মানুষ তাই কিছু বলতে পারছে না। দূর্ভাগ্যবশত মাইকটা আমার জানালার কাছে। ভাইরে আমার অবস্থা শেষ। আমার কথা হচ্ছে ইসলাম যদি শান্তির ধর্ম হয় তবে এই শান্তির দায়িত্ব হুজুরদের পালন করার কি দরকার?আর যেখানে ছাদ ঢালাইএর কাজ শুরু হয়ে গেছে সেহেতু সারাটা দিন এভাবে মাইকে চিৎকার করে সাহাজ্য তোলার কি দরকার?টাকা নিশ্চয়ই আগে উঠেছে।

হুজুর আপনারা তো শান্তির কাজ করছেন না,মানুষকে শাস্তি দিচ্ছেন। এই রকম অশান্তি সৃষ্টিকারী হুজুরদের জন্য আজকে ইসলামের এই অবস্থা। জুতায়া খেদানো দরকার এইসব মূর্খ শয়তান গুলারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.