আমাদের কথা খুঁজে নিন

   

অদ্ভুত, অথচ সত্য!!!!!!!!!!

ব্যাপারটা অদ্ভুত, কিন্তু বিশুদ্ধতম গাণিতিক নিয়মেই অকাট্য সত্য। চলতি ২০১১ সালের এই সদ্য পা-রাখা জুলাই মাসটিতে পাওয়া যাবে ৫টি শুক্রবার, ৫টি শনিবার ও ৫টি রবিবার, যে-জিনিসটা ঘটে প্রতি ৮২৩ বছরে একবার। ২০১১-য় আরো পাওয়া যাবে সচরাচর দেখা যায় না এমন ৪টি তারিখ_ ১.১.১১, ১১.১.১১, ১.১১.১১ ও ১১.১১.১১। এখন আপনাদের প্রত্যেকের প্রকৃত জন্মসালের শেষ দুটি সংখ্যার সাথে এ-বছর আপনার বয়স যত হচ্ছে সে-সংখ্যাটা যোগ করুন। দেখে নিশ্চয় অবাক হবেন যে, প্রত্যেকের ক্ষেত্রেই যোগফলটা হয়েছে ১১১। মজার ব্যাপার হলো, আপনারাসহ সারা বিশ্বের সবার ক্ষেত্রেই যোগফলটা ১১১-ই হবে, যে-১১১ বার বার ঘুরে-ফিরে এসেছে এ-বছরের তারিখগুলোতে। রহস্যময় এই গাণিতিক সংগঠন আমরা যারা এ-পৃথিবীতে জীবিত আছি তারা একবারই দেখতে পাচ্ছি, এবং গাণিতিক নিয়মেই আমাদের জীবৎকালে যা দ্বিতীয়বার দেখার কিছুমাত্র সম্ভাবনা নেই। সুত্র--

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.