আমাদের কথা খুঁজে নিন

   

বাবু ফরিদী-র কবিতা / নতুন প্রজন্মের কাছে দাবি ( দেবু ফরিদীকে ) // by Dev D Nipun on Tuesday, May 17, 2011 at 7:53pm

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন আজকাল এই দেশে আনাড়িও ছক্কা হাঁকায় বেগানা বাগানে ফো টে ব্রহ্মাস্ত্রের কবিতার ফুল । এমন অলীক দেশে শ্বাপদের শব্দের মতোন যন্ত্রণার নাড়িভুঁড়ি ছিঁড়ে অবশেষে তুমি এলে ... তারপর হরিণের মতো মাতৃস্তনে মুখ রেখে নিভৃতে করেছ দুধ পান । দিনে দিনে বড় হবে, চেতনায় দুলবে দোলায় কতিপয় চাহিদার কঙ্কাল দাঁড়াবে সম্মুখে , ফণীমনসার ঝাড় ক্রমে ক্রমে ঢেকে দেবে পথ বন্দুক উঁচিয়ে কেউ হাইজ্যাক করে নেবে জনতার রায় । এমন অলীক দেশে বহুবার পাঁজর ভাঙার খেলা খেলেছে অনেকে । দাউ দাউ করে বহু জ্বলেছে আগুন যে আগুন নিভে গেছে তোমাদের হিংস্র থাবায় পাততাড়ি গুটিয়েছে দাঁতাল শকুন । এমন অলীক দেশে কিলবিল অভাবের ঘোরে ঘুরপাক খেতে খেতে প্রজাপতি রঙ মেখে চোখে সংগ্রামের ফলায় চাষাবাদ করেছি তোমার নি‌‌র্যাতিত নারী আর মানুষের ছন্দোময় জীবন চলার উপযোগী পরিবেশ ফিরিয়ে আনার সংগ্রামী জনতার মিছিলের হাতে রেখো সহোদর হাত -এইটুকু বলা শুধু তোমায় আমার । //কবিতাটি কবি বাবু ফারিদীর “ কোকিলা আমার বাংলাদেশ ” কাব্যগ্রন্থ থেকে সংকলিত । কবিতাটি কবি তাঁর একমাত্র সন্তান দেবু ফরিদীকে ( DEV D NIPUN ) উৎসর্গ করার মাধ্যমে আক্ষরিক অর্থে সকল নবজাতক ও তরুনদেরকে উৎসর্গ করেছেন... //

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।