আমাদের কথা খুঁজে নিন

   

আমি বাবু



পেচ্ছাপ করে নোংরা করে দেব তোমার উঠোন, সিকনি ঝেরে ভিজিয়ে দেব তোমার সবক'টা আঁচল। হাঁপানি রোগিকে বাক্স বন্দি করে- কুৎসিত রঙে ডুবিয়ে দেবো শহরের যে ক'টা জানালা। সূর্যকে আজ একত্রিশ মিনিট ঢেকে রেখে বলবো- 'মায়ের উদরে মরে যাক সবকটা ভ্রুন, আরশোলায় ছেয়ে যাক সবার শরীর, মাকড়শা'র জাল রুদ্ধ করুক গতিবেগ। কোনো মড়া আজ চিতায় উঠবে না, লাশকাটা ঘরে মৃতদের আনাগোনা; সব গুলো মন্ত্র ভুলিয়ে দেব এক ফুঁয়ে। শহর পঁচে গলে আজ শকুনের নিরাপদ আবাস হোক। সবপাখির ডানা ভেগ্ঙে দেব আজ, ভাসিয়ে দেব সকল শষ্যক্ষেত্র, ফুলওয়ালী কে ঝুলিয়ে দেব ইউক্যালিপটাস গাছের চূঁড়ায়, পতিতালয় ভরে দেব বিষাক্ত পাইথনে। পৃথিবীর ঘাতকরা, বানাও তোমাদের মারণাস্ত্র, সবক'টা প্রজাপতি পৌছে দেব তোমাদের দুয়ারে। প্রয়োজনে হৃদপিন্ড গুলো এনে করে দেব তোমার 'শো পিস্‌' যদি আজ না বলো- 'ভালোবাসি'। আমি বাবু ০১ জুলাই ২০০৪।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।