আমাদের কথা খুঁজে নিন

   

কবিতারা... মানুষেরা...

আমাদের দেশ আমাদের সম্পদ কবিতা কবিতারা... মানুষেরা... আহমেদ ফিরোজ গাছের ছায়ার মতো কবিতারা পিছু হটে, সামনে এগিয়ে যাই মাতৃক্রোড়ের নিবিড় আনন্দে পথেরা নেচে ওঠে, দূরদৃষ্টি ঘাসপ্রেম বুঝে ওঠে উপমাশৈলী পা, হাত কথনো দরদী প্রজা মাঠগুলো শেষ হলে শুরু হয় গ্রাম, মায়ের মমতামাখা হাতছানি --এসব আমার মগজের আড়াল প্রতীক, অলংকার গাথা হয় শব্দে একা একজন মানুষ বড় হয়, বৃক্ষ হয়, কবি হয় কবিতায় তার খোঁজে হেঁটে চলা--পায়ে পথে, আগামীর নতুন দিনের অপেক্ষায় ছায়ারা গাছেরা কবিতারা পিছু হটে না, একাকী মানুষ এগোয়... পড়ে থাকে স্বপ্ন-মৃত্যু-ভালোবাসা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।