আমাদের কথা খুঁজে নিন

   

কবিতারা

আমার খুব বন্ধু ঘাস জন্মাবে একটু পর ঠিক আমার পিঠ বরাবর। ০. জীবন লিখি কবিতায় তাতে যদি আসে মেঘবালিকার ব্রা'র নীল তাতে তোমার কি ? এসব দেখে যদি কোন প্রেমিক প্রেমিকাকে বলে তুমি ও নীলপরো এরপর নীলডাউনে লুপ্ত হবো! এমন হতেই পারে বলেই তো লিখতে বসি বেদনার্ত বৃত্তের ত্রিভুজ ভাঙ্গার গল্প। ১. ভেতরে বড় হচ্ছে বেড়ালের মায়া ; একাকীত্বের ভীড়ে কেবল আঁচড়ে যায় , বলি ও বেড়াল তোর ঘুম নাই? ২. তার সাথে আপেলেরা কথা কয় । বিচ্যুত আলো যা ঢুকে গেছে কমলালেবুর ভেতরে তারা শুনায় ধূলিইতিহাস । শেকড় কথা- বসে থাকা আগুন আলোর মতো উৎসাহিত আলোরপোকা আত্মহত্যার মতো আনন্দিত প্রাণ ।

৩. তোমাকে অনেক দিন থেকেই ভালো লাগছে না বিচিত্র কুয়াশার ঢুকে পড়ছে তোমার ভেতরে ! ভেতরের ছুটন্ত মাছগুলোর অস্থিরতা দেখে আমারই আত্মহত্যা করার ইচ্ছে জাগে ! তবু ও এক জলপরীর কাছে গল্প শুনবো বলে কথা দিয়েছি ! তারপর থেকে জলপরি ই উধাও । এক অপুষ্পক উদ্ভিদ তার জাগতিক কথায় বিষাক্ত নীল ঢুকিয়ে মারার ফন্দি এঁটেছে এখন তো মানুষই এমন করে । কেউ কথা দিয়েছিল তার গল্পে মানুষেরা যাবে রাতপরির কাছে জোৎস্না বেঁচতে একদিন জানলাম সে আমাকেই গল্প বানিয়ে বেঁচে দিয়েছে সাপুড়ের কাছে আমি এখন নাচতে জানি ! সাপুড়ে নাচায় মানুষ নাচায় । বেঁচে থাকতে হলে তোমাকে একমাত্র মাটিই নিশ্চয়তা দেবে । এমন মায়ায় তুমি ও হতাশ ? আমার ঘর ভরতি অনিশ্চয়তার গল্প বাবা এই নিয়ে বেশ চিন্তিত ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।