আমাদের কথা খুঁজে নিন

   

যৌনহয়রানির দায়ে ভিকারুননিসার শিক্ষক পরিমল জয়ধর বরখাস্ত

মানুষে মানুষে সমানাধিকারে বিশ্বাস করি ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার দশম শ্রেণীর এক ছাত্রী শিক্ষক কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছে। জানা গেছে, বাংলা বিভাগের ওই শিক্ষকের নাম পরিমল জয়ধর। তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষের নিকট দশম শ্রেণীর ওই ছাত্রী গত মঙ্গলবার ঘটনার বর্ণনা দিয়ে লিখিত অভিযোগও করেছে। অভিযোগের সত্যতা স্বীকার করে কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম বলেন, সামষ্টিকভাবে শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ করেছে। অভিযোগের আলোকে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়টি ওই শাখায় জানিয়েও দেয়া হয়েছে। এ ঘটনার পরপরই গাঁ ঢাকা দিয়েছেন পরিমল জয়ধর। তারসঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। জানা গেছে, পরিমল জয়ধর ২৯তম বিসিএস-এর প্রশাসনিক ক্যাডারে মনোনীত হয়েছেন। তার বাড়ি গোপালগঞ্জ হওয়ার দাপট দেখিয়ে প্রভাবশালীদের দিয়ে এ বিষয়ে মুখ না খুলতে শিক্ষকদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এই পরিস্থিতিতে কলেজের শিক্ষকরাও ক্লাস বর্জন করেছেন। তারা লজ্জায় ক্লাসে যাচ্ছেন না। বিষয়টি সুরাহার জন্যে কলেজের অধ্যক্ষ হোসনে আরার সঙ্গে তার বেইলি রোডের অফিসে বসুন্ধরা শাখার শিক্ষকরা সাক্ষাৎ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে স্কুলের অন্য শিক্ষকরা ভয়ে মুখ খুলছেন না। এদিকে বিষয়টি জানাজানি হয়ে গেলে, অভিভাবকরা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন করছে।

বিষয়টি নিয়ে আজ শৃঙ্খলা কমিটির সভা ডাকা হয়েছে। আগামী ৫ জুলাই বেইলি রোড শাখার মূল ক্যাম্পাসে গভর্নিং বডির সভা ডেকেছেন অধ্যক্ষ। তথ্যসূত্র: দৈনিক আমাদের সময় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।