আমাদের কথা খুঁজে নিন

   

ডমিনিয়ান ডে : কানাডা দীর্ঘজীবি হও!

তোমাকে ভাবাবোই ১লা জুলাই কানাডার জাতীয় দিবস। যেমনি আমাদের ২৬ মার্চ। কানাডার এ দিনে শুভ কামনা করি কানাডাবাসীর। ১লা জুলাই যে শুধু ডমিনিয়ান ডে' তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিন, প্রিন্সেস ডায়ানার জন্মদিন ইত্যাদি ইত্যাদি। ১৮৬৭ সালের ১লা জুলাই সীমিত রাজনৈতিক স্বাধীনতা দিয়ে যুক্তরাজ্য কানাডার অধিবাসিদের পরাধিনতার শৃঙ্খল থেকে মুক্তি দেয়।

এ দিনটিকে কানাডিয়ানরা ‘ডমিনিয়ান ডে’ বলে। ১৮৬৭ সালের আগে পর্যন্ত কানাডাকে "ব্রিটিশ নর্থ আমেরিকা" কলোনি ডাকা হতো। স্বাধীনতার ১১৫ বছর পর অর্থাৎ ১৯৮২ সালে কানাডার সরকার রাণী এলিজাবেথের সম্মতিক্রমে পার্লামেন্ট থেকে নতুন সংবিধান প্রণয়ন করে পূর্ণ স্বাধীন হিসেবে বিশ্বের মানচিত্রে আবির্ভূত হয়। তিনটি প্রদেশ নোভা স্কর্টিয়া, নিউ ব্র“নসউইক আর কানাডা একত্রিত হয়েই তাদের আজকের মানচিত্র। এর সঙ্গে সংযুক্ত হয় অন্টারিও ও কুইবেক রাজ্য।

এ দিনের গুরুত্ব কানাডিয়ানদের কাছে অনেক। কেননা ১৯২৭ সালের এ দিনে কানাডায় রেলওয়ে কর্তৃপক্ষ রেডিও নেটওয়ার্ক স্থাপন করে কানাডাকে আধুনিক রাষ্ট্রে পরিনত করে। এরপর ১৯৫৮ সালের একই দিনে টেলিভিশন স্টেশন স্থাপন সম্প্রচার শুরু করে। একইভাবে এ দিনকে উল্লেখ্যযোগ্য ও স্বরণীয় করতে ১৯৬৭, ১৯৮০ তে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট কিছু উদ্যেগ নেয়া হয়। ১৯১৬ সালে কানাডার বীর সোমি এ দিনে যুদ্ধ শুরু করেছিল যা নিউফাউল্যান্ড হিসেবে সমাধিক পরিচিত।

এ দিনে চাইনীজ- কানাডিয়ান সমাঝোতা চুক্তিও করা হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.