আমাদের কথা খুঁজে নিন

   

সৌন্দর্য মন্দির

আমি তোমার শিরায় শিরায় রক্তগান বলতেই তরমুজ দুটুকরো হয়ে পড়ে আছে দেখি অদ্ভুত সবুজ দুটি স্তন ভেতরে কী লাল সে যে কোথায় চলে গেছে তার সৌন্দর্য মন্দিরের পুরোহিত আজও সে নয়! পুরোহিত হও পুরোহিত হও প্রশান্ত মোমের মতো জ্বলে জ্বলে নিঃশেষ হয়ে যাই তার প্রার্থনাকে আরও উজ্জ্বল ক’রে! দুজন দুজনের প্রার্থনা, তবু কবুল নই আর কেউ আমরা কারো কাছে কোথায় যে চলে গেছে এখন বাজারে তরমুজের পাশে প্রেরণাহীন প্রার্থনাহীন ধূধূ ক্ষুধায় আরো নষ্ট হই তার সৌন্দর্যমন্দিরের পুরোহিত হায় আজও সে নয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।