আমাদের কথা খুঁজে নিন

   

সৌন্দর্য

অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।

পৃথিবীটা দেখবো বলে গেলাম বহুদুর, ইচ্ছে ছিলো ছোঁয়া হবে সুনীল সমুদ্দুর, আকাশ নাকি নিজস্ব মুখ দেখতে পড়ে ঝুঁকে - খোঁজে আশ্রয় বিশালতার অতি সচ্ছ বুকে। আশা পূরণ করার লাগি দিলাম চাকায় রওনা; হৃদয় ভরা স্বপ্নগুলোর আর যে তর সয় না! যাবার পথে পড়ে গেলো প্রকান্ড এক জঙ্গল - হরেক রকম সবুজ রঙের গাছগাছালির দঙ্গল, পাতার ফাঁকে গোপন চোখে তাকায় রবিকর, এ অপরূপ দৃশ্য দেখে উঠলো মনে ঝড়! সে নির্জনতায় ঝিঝি পোকার শব্দ লাগে অদ্ভুত। জায়গাটা বেশ ধরলো মনে - এক্কেবারেই নিখুঁত। নীলাম্বরীর হলুদ পারে হলাম বাকরুদ্ধ - পাথর ঘেরা সাগর তীর আর ঢেউয়ের সে কি যুদ্ধ! ভারী মেঘে ভরা গগন ছুঁয়েছে তার জল, দু'জন মিলে জুড়লো তারা মন খারাপের দল; তবে, যেথায় মেঘের ফাঁকে আকাশ নীল বরণ, তারই নিচে লোনা পানি বদলে একই ধরন। সামনে সাগর, ওপরে আকাশ, পেছনে পাহাড়, নয়ন জুড়ে দেখেছিলাম বিশালতার বাহার; ধরার কাছে এই আমাকে লাগছিলো খুব ক্ষুদ্র, উথাল পাথাল হয়েছিলো হৃদয়ের সমুদ্র, বড় যে খুব ভাবছিলাম নিজেকে এই এতোদিন - সব ভাবনা সেদিন কেমন হয়ে গেলো অর্থহীন। আজও মেঘ কাঁদছে দেখো কেমন ঢেকে রেখে, তপনটাতো দুর হয়েছে ধুসর কালি মেখে; মৃত্যুর দ্বার বন্ধ করে যেই না গেলো বেঁচে, বৃক্ষলতা সতেজতায় উঠছে আবার নেচে! এ দুনিয়া ছেড়ে যেতে হবে বড়ই মায়া - দু'চোখ ভরে দেখেছি যে সৌন্দর্যের ছায়া। প্রতিদিনের শ্বাসে শ্বাসে নিলাম কত ঘ্রান - কষ্ট হবে ফেলতে ছুঁড়ে দেহ থেকে প্রান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।