আমাদের কথা খুঁজে নিন

   

হতচ্ছাড়া সংকল্প

হতচ্ছাড়া সংকল্প কোথায় পালাল প্রত্যয়ের পাল? এক সময় সুদৃঢ় শপথের মত দপ দপ জ্বলত? চোখ ধাধিয়ে দিত ভেলকিতে? যখন ই একটু অন্ধকার হতো শীতের কনকনে রাত সামান্য নিরবতা যখন ই পেয়ে বসত সবুজ নিসর্গে নিঝুম কুয়াশার সুডৌল স্তনে শ্রাবনের মেঘ বেয়ে গড়াত কষ ছোট ছোট তুষার খণ্ড দৃষ্টির কয়েকটি পলক বিনিময়..... কাজের মেয়ের হাত থেকে পড়ে যা ওয়া কাচের গ্লাস ঠন ঠন শব্দ তোলা চুর চুর হয়ে যাওয়া আমার সংযম বড় অবসাদ নিয়ে চেয়ে থাকে জ্যোতিহীন নির্বাক দৃষটির গভীর কূপ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।