আমাদের কথা খুঁজে নিন

   

গ্যাস চুক্তি, ভারত ও কিছু ভাবনা...

১। ঠিক মনে নাই , তবে মাসুদ রানা'র কোন একটা বইয়ে পড়েছিলাম, গলায় গলায় খাতির এমন দেশও একটা আরেকটার উপর গোয়েন্দাগিরি করে। কারণ রাষ্ট্রীয় পর্যায়ে আপনার বন্ধু আপনার সম্পর্কে কী ভাবে সেটাও জানা দরকার। ২। বিএনপি যতই ভারত বিরোধীতা করুক, ক্ষমতায় গেলে তারাও ভারতের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে।

৩। আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক চরম ভালো, কিন্তু এই ভালো সম্পর্ক থেকে দেশ কতটুকু লাভবান হয়েছে ? ৪। আমাদের দেশের পাবলিকের বড় একটা অংশ ভারতবিরোধী, এটা সত্য। যদিও এর পেছনে শত কারন আছে কিন্তু উগ্র ভারত বিরোধিতাও কোন সমাধান না। ৫।

সবার আগে দেশের স্বার্থ। আমি বাম না, কিন্তু গ্যাস চুক্তি নিয়া বাম নেতৃত্বের আন্দলনে আমার মত অনেকে সাপোর্ট দিচ্ছে । কারন দেশ আগে । ৬। সরকারের ভেতরেও/ মিডিয়াতে অনেকে আছে ৩ তারিখের হরতাল এর প্রতি সহানুভূতি রাখে, কিন্তু নানান কারনে এর বিপক্ষে তারা অবস্থান নিতে পারছে না, একমাত্র ব্যাপক আন্দোলন হলেই এই চুক্তি বাতিল সম্ভব, অন্যথায় বিএনপি আসলেও এই চুক্তি পরিবর্তন হবে না।

৭। চুক্তি নিয়ে একটা স্টিকি পোস্ট আশা করেছিলাম। ৮। ব্লগের চেয়ে ফেসবুকে চুক্তির বিরুদ্ধে ভালো প্রচার চালান যায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.