আমাদের কথা খুঁজে নিন

   

ভোটব্যাঙ্ক -ট্যান্ক যাই বলুক ---- বাঙ্গালী কিন্তু নেমকহারামরে যুগে যুগে উস্টা দিতে যানে। সেটা অবশ্য দুই দলই ঘুইরা ফিরা খাইতেছে।

আমার জন্য আমি। কম কথা বলি। কাজ করতে চাই বেশি। বেশি খারাপ লাগে দেশের সামগ্রিক বিষয়ের দুষ্ট চক্রকে ..... আগামী যতদিন মসনদ আছে আমিলিগ ও জোট অনেক কিছুই করতে যাবে। তবে একটা হিসাব ভুলে গেলে হবেনা।

বিএনপি যদি আমিলিগের আচরণে সংসদ নির্বাচনে না যায়, তাইলে এরশাদরে নিয়া যে সিলেকশনের কথা ভাবা হইতেছে তা, নিজেরা কাতুকুতু খাইলেও দেশের সবার কাছে তো গ্রহনযোগ্যতা পাবেইনা, উপরন্তু এন্টারনেশনাল কমুনিটি কে তারা সিলেকশনের কোন ব্যাখ্যা দিতে পারবেনা। যেটা আবার নতুন চংকট তৈয়ারি করিবে । আর ভোটব্যাঙ্ক -ট্যান্ক যাই বলুক ---- বাঙ্গালী কিন্তু নেমকহারামরে যুগে যুগে উস্টা দিতে যানে। সেটা অবশ্য দুই দলই ঘুইরা ফিরা খাইতেছে। কিন্তু পাচ বছর যে আমরা কষ্টটা পাই , তার সমাধানের একটা উপায়ও কি নাই ??? :: আমিলিগ যেটা সইতে পারেনাই, সেইটা বিনপি সইবো, সেইটা কেমনে মানি ???? :: আমিলিগ কইছিল হরতাল দিবনা, হেরাই যদি অবরোধ কইরা ফাটালায় ! তাইলে বিনপি / ত্যাল-গ্যাসেরা ( কারো ভাষায় টোকাই ) / মওলানারা হরতাল দিলে এত জ্বলে ক্যা ??? :: নিজেদের কয় যে আন্দুলুনের জন্যি তাগো জন্ম, তাইলে আবার আনদুলুনরে ভয় ক্যা ??? :: ইলেকশানের আগে পাবলিকরে নতুন জামা দিব ৫ বছরের জন্যি আর জিতার পরের দিনই সব ভুলি যায় .... আর তাই আমরা নেংটা থাকি ৫ বছর ।

মনমোহন আইজ কি কইল ? র'র কাছে কুনু ইসপেসাল খবর আছে নি ??? বাতাস মনে হয় বালানা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।