আমাদের কথা খুঁজে নিন

   

আসিফ মহিউদ্দীন / নাস্তিকদের পোস্ট নিয়ে বিশ্বাসীদের জন্য একটি পরামর্শ

আসিফ মহিউদ্দীন এর আজকের পোস্টটা ''মুমিন মুসলমানের ঘিলু এবং হাটুর পারস্পরিক সম্পর্ক বিষয়ক আলোচনা'' অনেকেই হয়তো খেয়াল করেছেন.... বিশ্বাসীদের বলছি, আপনার কি মনে হয় না এই পোস্ট উদ্দেশ্যমূলকভাবে দেয়া হয়েছে, যাতে আপনারা উত্তেজিত হয়ে গালিগালাজ করেন বা উল্টাপাল্টা কমেন্ট করেন, আর তারাও আপনাকে পাল্টা গালি দিতে পারে, আপনাকে কাবু করতে পারে, উপরি হিসেবে একটা হিট পোস্ট পেতে পারে? আপনি কেন তাদের এই সুযোগ দিবেন? আমি যখন ব্লগে একদমই নতুন, তখন এই ধরনের পোস্ট দেখলে চরম মেজাজ খারাপ করতো। কিন্তু পরে এক সিনিয়র ব্লগারের একটা পোস্ট পড়লাম একদিন, উনার পোস্টে পরামর্শ ছিলো এই ধরনের ক্যাচাল পোস্ট পুরাপুরি ইগনোর করা, তাহলেই দেখবেন ব্লগে মজা পাচ্ছেন, আর সামুতে শত শত টপিকের পোস্ট আসে। সুতরাং পোস্টের শিরোনাম দেখছেন, লেখকের নাম দেখছেন, বুঝছেন যে ক্যাচাল পোস্ট, অতএব ইগনোর করেন। আর ইগনোর না করলেতো তাদের উদ্দেশ্যই পূর্ন হলো ! এইমতে কিছুদিন চলে দেখেন, দেখবেন 'তাহাদের' পোস্টে 'তাহারা' নিজেরাই কমেন্ট, প্লাস দিতাছে, আম ব্লগাররা ঐসব মহান পোস্টে 'অনুপস্থিত স্যার' শেষ কথা: ভিন্নমতের পোস্টে 'কমেন্ট' করার সময় ধর্ম আপনারে এভাবে 'কমেন্ট' করার অনুমতি দেয় কিনা তা মাথায় রাইখেন। সবার উদ্দেশ্যে বলছি, ব্লগে যেভাবে গালাগালি হয় তাতে আপনার সাথে ভিন্নমতের কেউ আপনার সাথে একমত হওয়া দূরে থাক, বরং আরো বেশী ভিন্নমত হবে। কারণ তখন সত্য মিথ্যা নির্ধারনের চেয়ে ব্যাক্তিগত আক্রোশই মূখ্য হয়ে উঠে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.