আমাদের কথা খুঁজে নিন

   

মাইয়া পোলা যদি চোখের ইশারায় না নড়ে তবে কিশের পুরুষ মিয়া?

আমার সোনার দেশ, বাংলাদেশ রকি (আমার দেয়া নাম) ভাইর সাথে আমার অনেক দিন পর দেখা। সাথে উনার আর এক বন্ধু। উনি কোপেনহেগেন আমার আগে আসার কারনে সিনিয়র। উনার সাথে আমার পরিচয় এখানে। তাছাড়া একবার বাসা সমস্যার কারনে মাস খানের আমাদের বাসায় ছিলেন।

কুশল বিনীময়ের পর জিজ্ঞাসা করলাম: আমি: আপনার ভালবাসার খবর কি? রকি ভাই: বাদ, বাদ দিয়া দিছি। নতুন আর একটা ধরছি। আমি: ক্যান কি হইছে। রকি ভাই: কথা শুনে না। আমি: ক্যান শুনব না ভালবাসার মানুষ সুন্দর ভাবে বুঝিয়ে বললেইতো শুনার কথা।

রকি ভাই: সুন্দর ভাবে বুঝানোর সময় নাই। মাইয়া পোলা যদি চোখের ইশারায় না নড়ে তবে কিশের পুরুষ মিয়া? যা বলব তা শুনতে হবে। তার আবার মতামত কি? যে নড়াইতে পারব না সে পুরুষই না। এ পর্যায়ে উনার সাথের বন্ধু বলল অনেক মূল্যবান কথা বলছেন ভাই। আমি: ও আচ্ছা যাইহোক আড্ডা শেষে উনি চলে যাচ্ছেন আমি ভাবছিলাম তাহলে আমি কি পুরুষ না আমিতো আমার ভালবাসার মানুষের সাথে আলোচনা করে সব সিদ্ধান্ত নিই।

এ রকি ভাই দেশের সর্বোচ্ছ বিদ্যাপিঠ হতে স্নাতক করে আসছেন উনার যদি এ মানসীকতা হয় তবে অন্যদের মানসীকতা কি হবে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।