আমাদের কথা খুঁজে নিন

   

জহিরউদ্দিন স্বপনের জামিন

৯০ এর আন্দোলনের এই ছাত্রনেতা মঙ্গলবার আদালতে হাজির হয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ দুই মাসের জন্য তাকে আগাম জামিন দেয়।
আদালতে স্বপনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
গত রোববার রাতে স্বপন এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি ও শরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন মিলনসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করে মামলা করেন উপজেলা কৃষক লীগের সভাপতি দেলোয়ার হোসেন।
পরদিন বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মোস্তাফিজুর রহমান এক মাসের মধ্যে উভয় মামলার প্রতিবেদন দিতে গৌরনদী থানার ওসি আবুল কালামকে নির্দেশ দেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে বিরোধী কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায় এবং আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ওপর হামলা হয়।
আদালতের নির্দেশে ওই নির্যাতনের ঘটনার তদন্তে চারদলীয় জোট সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যের সম্পৃক্ততাও উঠে এসেছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।