আমাদের কথা খুঁজে নিন

   

ও গরিব.....ও যে পথ শিশু তাই..................

ইচ্ছে হয় না দেখতে......তবু দেখি.........কিন্তু কিছুই করতে পারি না ঘটনা ২৮/০৬/১১ তারিখ বিকাল আনুমানিক ৫.৩০ উত্তরা ৭ নং সেক্টর পার্কে ।আমি একটা বেঞ্চে বসে ছিলাম । কিছু দূরে একটা ছোট ছেলে ( পথ শিশু ) দোলনায় দোল খাচ্ছিল ঠিক ওই সময় এক মা তার ছেলেকে ওই দোলনার কাছে যাই এবং ওই পথ শিশুটিকে দোলনা থেকে নামতে বলে কিন্তু প্রথম বলাতে শিশুটি নামতে না চাইলে পরে ওই মহিলা ধমক দিয়ে পথ শিশুটিকে নামিয়ে দিয়ে তার নিজের ছেলেকে দোলনায় দোল দেয় । তখন পথ শিশুটি মন খারাপ করেছিলকিন্তু কেঁদেছিল কিনা বুঝতে পারি নি । পথ শিশুটি হয়ত মনে করে এটাই ভাগ্য বা এরকম আগেও অনেক বার হয়েছে কিন্তু ঘটনাটি তো অন্যরকমও হতে পারতো । ওই মহিলা তার ছেলেকে ওই পথ শিশুটির পাশে বসাতে পারতেন । এবং এমনটাই তো হবার কথা...............কিন্তু সেটা হয়নি কারন....... ও গরিব.....ও যে পথ শিশু তাই..................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.