আমাদের কথা খুঁজে নিন

   

গরিব দেশের ধনী প্রধানমন্ত্রী


চমকে যাওয়ার মতই একটি খবর। বাংলাদেশর একজন প্রধান মন্ত্রী যুক্তরাজ্যের বা আমেরিকার সরকার প্রধানদের থেকে ধনী। টাকার অঙ্কে পিছনে পড়েছেন খোদ যুক্তরাষ্ট্রের ও যুক্তরাজ্যের বর্তমান ও প্রাক্তন রাষ্ট্র প্রধানগণ। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ( ১০.১ মিলিয়ন ডলার) বা প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন (৫৩.৭ মিলিয়ন ডলার) জর্জ বুশ (২০ মিলিয়ন ডলার), জুনিয়র জর্জ বুশ (১৫ মিলিয়ন ডলার), রিগান (৪ মিলিয়ন ডলার) এবং কিংবা জিমি কার্টারও (৫মিলিয়ন ডলার) তার থেকে পিছিয়ে আছেন। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন (৪৭.৯ মিলিয়ন ডলার) এবং প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার (৩ মিলিয়ন ডলার) বৈভবে বেগম জিয়া থেকে পিছিয়ে আছেন।

তবে উনি যুক্তরাজ্যের রানী (৪৫০ মিলিয়ন ডলার) কে হারাতে পারেননি। উইকি পিডিয়া অনুসারে মার্কিন ডলারে বেগম খালেদা জিয়া সম্পদের পরিমান ২১২ মিলিয়ন ডলার। আর একারনে তিনি প্রাক্তন ধনী রাষ্ট্র প্রধানদের প্রথম ২০ জনের তালিকায় বেশ উল্লেখযোগ্য অবস্থানে আছেন। স্বৈরাচারী সরকার প্রধা ন এরশাদ এই তালিকায় স্থান করে নিতে পারেননি। উল্লেখ্য দূর্নীতি দমন মামলায় আসামী হলেও নানা অজুহাতে তিনি মামলায় হাজিরা দিচ্ছেন না।

ধারনা করা যায় আগামী নির্বাচনে বেগম জিয়া আবার ক্ষমতায় আসলে উনি যুক্তরাজ্যের রানী সহ অন্যান্য দের পিছনে ফেলে দিবেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.