আমাদের কথা খুঁজে নিন

   

সেই সময়ের জার্মানি আর এই সময়ের জার্মানি (ছবির ব্লগঃদ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত ফ্রান্সে বর্তমান রূপ)

অবাক পৃথিবী! অবাক করলে তুমি জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এ যাবতকালের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। জার্মানি বনাম মিত্রপক্ষের এই যদ্ধের প্রথমে জার্মানি ছিল এক অপ্রতিরূদ্ব শক্তি। আর হিটলারের ইহুদী নিধন মিশন...... প্রায় ৫০% ইহুদীই মারা পরেছিল। কি কারনে জানিনা কিন্তু হিটলারের স্বপ্ন ছিল ইহুদী বিহীন পৃথিবী। সেই সময়ে জার্মানিরা যে কত ভয়ঙ্কর ও নির্দয় ছিল তার কিছুটা আমরা দেখতে পাই শিন্ডলার'স লিস্ট, লইফ ইজ বিউটিফুলে অথবা দি পিয়ানিস্ট এর মত মুভি গুলতে। কিন্তু সবচেয়ে আশ্চার্যকর ব্যাপার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ করা সেই জার্মানিরাই এখন পৃথিবীর শান্তি প্রিয় দেশ গুলোর একটি। তাহলে কি যুদ্ধে হারার পর তার তাদের মনবল হারিয়ে ফেলেছে? নাকি যেই খলনেতা জার্মানিকে জাগাতে পেরে ছিল সেই রকম কেই আর পৃথিবীতে আসেনি? চলুন দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়ঙ্কর জার্মানির হাতে ক্ষতিগ্রস্ত ফ্রান্স আর এখন কার সময়ের ফ্রান্সঃ ধন্যবাদ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।