আমাদের কথা খুঁজে নিন

   

আসুন বাংলাভাষাকে সমৃদ্ধ করি

"নতুন করে জীবন গড়তে চাই" ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল তার ভাষা অনুবাদকের তালিকায় যোগ করেছে বাংলা । বাংলা ইন্টারনেট আঙ্গিনায় এই নিয়ে চলছে জোর আলোচনা । কারো মতে, ইন্টারনেটে বাংলা ভাষার চর্চা বাড়াবে এই অনুবাদক । অনেকে অবশ্য শুরুতেই হতাশ । বিভিন্ন সেবায় বাংলা ভাষা যোগের দাবি ছিল বহুদিন ধরেই৷ ক্রমান্বয়ে গুগল সেই দাবি পূরণ করছ । তৈরি হয়েছে গুগল ডটকম ডটবিডি৷ বাংলা ভাষায় সার্চের ক্ষেত্রে গুগলের এই সেবা বেশ সাড়া ফেলে ।এবার গুগল অনুবাদকে যোগ হলো বাংলা ভাষা৷ ফলে মুহূর্তেই এখন বাংলা ভাষায় লেখা বিভিন্ন ডিজিটাল কনটেন্ট বিশ্বের অন্যান্য ভাষায় ভাষান্তর সম্ভব হবে । গুগল অনুবাদক গুগলের এই অনুবাদক প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ আলাবামা অ্যাট বার্মিংহাম'এর কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাগিব হাসান বলেন, গুগলের অনুবাদকটি আসলে স্ট্যাটিসটিক্যাল মেশিন ট্রান্সলেশনের ভিত্তিতে তৈরি করা৷ ধরা যাক, একই লেখা দুই বা ততোধিক ভাষায় আছে৷ ধরুন একটি লেখায় আছে, ‘আমি ভাত খাই'৷ অন্য ভাষায় একই জায়গাতে আছে ‘আই ইট রাইস'৷ গুগল তখন এই দুটি লাইনের অবস্থানের ভিত্তিতে ভাষান্তর করবে৷ আলোচনায় গুগল অনুবাদক বাংলা ব্লগে এবং ফেসবুকে গুগল বাংলা অনুবাদক নিয়ে বিভিন্ন আলোচনা চলছে৷ এর মধ্যে একটি হচ্ছে, অনুবাদকের ভুল ভাষান্তর৷ যেমন, ইংরেজি ‘আই অ্যাম ফাইন' এর বাংলা ভাষান্তর হচ্ছে ‘আমি জরিমানা'৷ কিংবা ‘আই ইট রাইস' এর বাংলা ‘আমি ভাত খেতে'৷ তবে, বাংলাদেশ ‘ইজ মাই মাদারল্যান্ড' এর বাংলা যথার্থই হচ্ছে, ‘বাংলাদেশ আমার মাতৃভূমি'৷ রাগিব হাসান জানালেন, শুরুতে অনুবাদকে ভুল ভাষান্তর হতে পারে৷ এতে হতাশ হলে চলবে না৷ তাঁর কথায়, গুগলের এই অনুবাদকের প্রারম্ভিক দিকে সমস্যা হচ্ছে৷ কারণ আমাদের বাংলা ভাষাতে একই লেখা বাংলা এবং ইংরেজিতে - এরকম স্যাম্পল বেশ কম আছে৷ একারণে অনেক হয়ত জোক করছেন, একটা কিছু ইংরেজিতে লিখে দিচ্ছেন আর বাংলাতে তার ভুলভাল অনুবাদ হচ্ছে৷ Bildunterschrift: গুগল ডট কম ওয়েবসাইট এই অবস্থার উন্নতি করতে, ইন্টারনেট ব্যবহারকারীদের এগিয়ে আসতে হবে৷ ভুল ভাষান্তরগুলো তাদেরকেই সংশোধন করতে হবে৷ বাংলা অনুবাদকের উন্নতি গুগল বাংলা অনুবাদকের উন্নতির কাজে অংশ নিতে পারেন যেকেউ ৷ এজন্য ভিজিট করুন http://www.translate.google.com- এ ঠিকানায় ৷ এরপর ভাষা তালিকায় থেকে বাংলা এবং আপনার পছন্দের ভাষাটি বেছে নিন৷ শুরু করুন ভাষান্তর৷ ভুল ভাষান্তর দেখলে সঙ্গে সঙ্গে সেটির সঠিক রূপটি লিখে দিন৷ সূত্র : http://www.dw-world.de

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।