আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাভাষাকে নিয়ে আমাদের পথচলা.....



বাংলা আমাদের মাতৃভাষা । এ ভাষা আমাদের রাষ্ট্র ভাষা । বাংলাকে আমাদের রাষ্ট্র ভাষা করতে গিয়ে এ মাটির সন্তানের বুকে লেগেছে গুলি, ঝরেছে রক্ত খালি হয়েছে মায়ের কোল, সৃষ্টি হয়েছে ইতিহাস । মায়ের ভাষার জন্য রক্তক্ষরণ ধরিত্রির ইতিহাসে এটাই ছিল প্রথম । সময়ের ব্যবধানে বাংলা ভাষার জন্য আন্দোলনের দিনটি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি যা প্রতিটি বাঙ্গালির জন্য গৌরবের ।

কিন্তু, আজকে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাংলার স্থলে ইংরেজীর বহুল প্রয়োগ বাংলা ভাষার প্রতি আমাদের ভালবাসাকে প্রশ্নবিদ্ধ করছে । আজ আমরা কথা বলছি এলোপাথাড়ি বাংলা-ইংরেজিতে, বাংলা বলার মাঝখানে চলে আসছে ইংরেজি শব্দ । শুদ্ধ বাংলায় বলাটা যেন দিনদিন কঠিন হয়ে উঠছে । এর একটা কারণ বলা যায় ভাষা চর্চায় বাংলার চেয়ে ইংরেজির উপর বেশি গুরুত্বারোপকরণ । বলতে দ্বিধা নেই যে ইংরেজি ব্যতীত আন্তর্জাতিকভাবে ব্যাপক যোগাযোগের বিকল্প ভাষা এই মুহূর্তে নেই ।

আমাদেরকে অবশ্যই ইংরেজি জানতে হবে, তবে বাংলাকে অবহেলা প্রদর্শন করে নয় । দু’শ বছরের ঔপনিবেশিক শাসনের যাঁতাকলে পিষ্ট হয়েছে বাঙালি জাতি । আমাদের স্বাধীনতা লাভের মধ্যদিয়ে আমরা মেরুদণ্ডটা সোজা করেছি মাত্র । আমরা নানা কারণে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছি, শিক্ষার বিপ্লব শুরু হয়েছে দেরিতে । ফলে, প্রযুক্তির সাথে আমাদের সাক্ষাত হয়েছে পরে ।

প্রযুক্তির অঙ্গনে বাংলা ভাষার যাতায়াত হয়েছে কম, যেখানে ইংরেজিসহ উন্নত জাতি সমূহের ভাষা প্রযুক্তিকে আলিঙ্গন করেছে ভালভাবেই । ইন্টারনেট বা আন্তর্জাতিক গণমাধ্যমের স্রোতধারায় বাংলাকে আমরা এখনও প্রতিষ্ঠিত করতে পারিনি একথা ঠিক, তাই বলেতো আমরা বাংলা ভাষাকে অবহেলা করতে পারিনা । আমরা যদি এখনই বাংলাকে তথ্য প্রযুক্তির ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে বাংলা দিনেদিনে আরো পিছিয়ে পড়বে । যুগে যুগে দেশপ্রেমিক বাঙ্গালিরা তাদের ভাষার জন্য কাজ করেই বাংলা ভাষার ভাণ্ডারকে ধনাঢ্য করেছেন । বাংলা ভাষায় কলম ধরেই আমাদের মাঝে বেঁচে আছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, পল্লিকবি জসীম উদ্দীন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তসহ আরও প্রথিতযশা বাঙালি ।

তাই, এই মুহূর্তটা বর্তমান প্রজন্মের গবেষকদের অবদান রাখার পালা, সময় বাংলা ভাষাকে সবদিক থেকে স্বয়ংসম্পূর্ণ ভাষা হিসেবে বিশ্বদরবারে উপস্থাপন করার । শুধু একুশে ফেব্রুয়ারি নয়, ৩৬৫ দিনই আমাদের ভাষাকে নিয়ে ভাবার দিন । তবে, আমরা অবশ্যই ফেব্রুয়ারি মাসে তথা একুশে ফেব্রুয়ারি বা শহীদ দিবস পালনে থাকবে বাংলা ভাষাকে নিয়ে উদযাপনের আলাদা আমেজ । কেননা, এ দিনের প্রেরণা আমাদেরকে উদ্যমী করে; নতুন ভাবে এগিয়ে যাবার কথা বলে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।