আমাদের কথা খুঁজে নিন

   

শরীরে যার ১৫০ গুলি

অনেকটা অলৌকিক ঘটনার মতো। জো ক্লার্ক (৩৩) নামে এক ব্যক্তি তার শরীরের মাথা, ঘাড়, পিঠ থেকে নিতম্ব পর্যন্ত অন্তত ১৫০-এর বেশি শটগানের ছর্রা গুলি নিয়ে বেঁচে আছেন। ক্লার্কের বাড়ি ইংল্যান্ডের ডুরহ্যাম কাউন্টির ফেয়ারওয়েজে। তবে চিকিৎসকরা তাকে এরই মধ্যে একটি দুঃসংবাদ শুনিয়ে দিয়েছেন। ক্লার্ক তার স্বাভাবিক আয়ুর চেয়ে অন্তত ২৫ বছর কম বাঁচবেন।

ক্লার্কের পিঠ থেকে ছোট আকৃতির ইস্পাতের গুলিগুলো বের করার চেষ্টা করেছিলেন চিকিৎসকরা; কিন্তু তা সম্ভব হয়নি। চিকিৎসকরা বলেন, গুলিগুলো ক্লার্কের গুরুত্বপূর্ণ দেহতন্ত্রীর ভেতর প্রবেশ করায় অস্ত্রোপচার করে সেগুলো বের করা সম্ভব নয়। ২০০৭ সালের ডিসেম্বরে ক্লার্ক তার নিজ বাসার দরজায় আক্রান্ত হন। পরে আহত অবস্থায় দৌড়ে তিনি এক প্রতিবেশীর বাসায় আশ্রয় নিয়ে প্রাণ রক্ষা করেন। ক্লার্কের সাবেক বান্ধবীকে নিয়ে বিবাদের সূত্রপাত।

ক্লার্কের দায়ের করা মামলায় যাদের অভিযুক্ত করা হয়েছিল তারা বেকসুর খালাস পেয়ে যায়। এ ব্যাপারে ক্লার্ক তার মনোভাব ব্যক্ত করে বলেন, পুরো ঘটনার জন্য একমাত্র আমাকেই শাস্তি পেতে হচ্ছে। শরীরে ব্যথা নিয়ে আমাকে প্রতিদিন পার করতে হয়। মানসিকভাবেও আমি বেশ বিপর্যস্ত। কেননা চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, আমার আয়ু ২৫ বছর কমে যাবে।

অর্থাৎ ২৫ বছর আগেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে আমাকে। বেঁচে থেকেও জীবন ধারণের আনন্দটুকু উপভোগ করতে পারছি না। আইন রক্ষাকারী বাহিনী আমার প্রতি সুবিচার করেনি। আদালতের ন্যায়বিচার থেকেও আমি বঞ্চিত হয়েছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।