আমাদের কথা খুঁজে নিন

   

উচ্চ মাধ্যমিক শরীরে

আজাদী, শহরের উপকণ্ঠে রেললাইন ধরে আজও পাড় হই ভিএইডরোড তোমার একশত চার ডিগ্রি জ্বর আজও কী ওঠে উচ্চ মাধ্যমিক শরীরে তুমি বদলাও নি সাদা নার্সের মতোন কলেজ কোর্ট বেলাশেষে পাখিরা বসেনা আর তোমাদের বৃদ্ধ বৃক্ষের শীর্ষে নীড়ে। তোমাকে একটি বারের জন্য বা'র করিনি আলোবাতাসে, পাছে তোমার ঘ্রাণ লেগে ক্ষুধাতুর কুকুরের দল টেনে ছিড়ি খেতে আসে তোমাকে, পাশে দুষিত আলো বাতাসে তোমার হয় সদ্বি জ্বর । তোমার কোমল তনু হয় খানখান যাপিত জীবনে ধকলে। তোমাকে রেখেছি আমি বোধের তাকে। শহর ছেড়ে ধুলোমাখা সড়ক চলে গেছে দূরে ঢালুতে ধানপাতা কিছু লতাগুল্ম মনে হয় তোমার আচড়হীন বুকের মধ্য দিয়ে চলেছে এই শহরের এই লাজুক পথ তোমাকে আজ মনে হলে মুখে আর কটু স্বাদের অম্ল আরও মনে হয় এইমাত্র ছুয়ে এলাম তোমার দীর্ঘতম পুলকের সৈকত। আজাদী আমার আজাদী হয়ে রাজমহলে রাজসিংহাসনে বসে আছো পদ্মপা মেলে তোমাকে আজ খুব মনে হয় গ্রামের শহর ছেড়ে রেলপথ ধরে দক্ষিণে গেলে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.