আমাদের কথা খুঁজে নিন

   

আপনার সোনামনি কি অতিরিক্ত কার্টুন দেখছে? সাবধান হন এখুনি।

প্রধান সম্পাদকঃ বালুচরবিডি ডট কম। আপনার সন্তান, ছোট ভাই-বোন কি অতিরিক্ত কার্টুন দেখছে? আপনি কি তাতে সম্মতি দিচ্ছেন? নাকি নিষেধ করছেন? নিষেধ করলেও কি আপনার কথা শুনছে না? অনেকগুলো প্রশ্ন করে ফেললাম একসাথে। কিছু মনে নিয়েন না। কারন আমার তিক্ত অভিজ্ঞতার কিছু কথা শেয়ার করছি আজ। একটা কার্টুন চিত্র যে আপনার সন্তানের উপর কতটা প্রভাব ফেলতে পারে তা হয়তো আপনি বুঝতেও পারছেন না।

কিংবা বোঝার চেষ্টাও করছেন না। কারন, কার্টুন দিলেই সে শান্ত হয়ে থাকছে, তাকে খাওয়ানো যাচ্ছে, কান্না-কাটি করছে না। ভালই তো। বেশ কিছুদিন আগে, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একটা প্রতিবেদন পড়েছিলা। তার শিরোনাম ছিলো- 'ডোরেমন জ্বর'।

সেখানে বেশ কয়েকটি চিত্র তুলে ধরা হয়েছিলো। ডোরেমন নামক একটা কার্টুন চিত্রে ডোরেমনকে নিয়ে শিশুদের মাঝে তখন কি যে উৎসাহ! বলে শেষ করা যাবে না। খেয়াল করে দেখবেন কোন কোন শিশু তার দিনের প্রতিটা কাজে ডোরেমনের ছায়া দেখতে চায়। স্কুলের ব্যাগ, খাতা, বই, পেন্সিল বক্স সবখানেই ডোরেমনকে দেখতে চায় কোমলমতি বাচ্চারা। প্রতিবেদনটিতে দেখানো হয়েছিলো কিভাবে ডোরেমনের কাছ থেকে মিথ্যা বলা শিখছে ছোট্ট সোনামনিরা।

শিখছে মাকে ফাঁকি দেয়া। যদিও মাকে ফাঁকি দেয়া পৃথিবীর কোন সন্তানের পক্ষেই সম্ভব না। বাংলার পরিবর্তে শিখছে হিন্দী ভাষা। এসবই কার্টুন চিত্রের কল্যান! এবার আমার কিছু অভিজ্ঞতার কথা বলি। আমার ভাইয়ার ছেলে, যার বয়স কিনা ৩ বছর।

এখনি সে কোনো কিছু করে ফেললে যদি দেখে ভাবি অর্থাৎ ওর মা বকছে; ও হুট করে বলে দেবে আমি তো করিনি। বাবু চাচ্চু (আমি) করেছে। সেদিন ভাবী ওকে খাওয়াবে। কিছুতেই খাবে না। তারপর বলছে- 'আম্মু আমি কার্টুন খাবো'।

চিন্তা করেন কোন পর্যায়ে! তারপর একদিন সকালে ঘুম থেকে উঠে বলছে- 'আম্মু রুটি খাবো'। - 'এইতো বাবা রুটি বানাচ্ছি। একটু দেরি করো'। - 'না আমি ঐ রুটি খাবো না। জেরি রুটি বানাচ্ছে আর টম একা একা খাচ্ছে।

আমি ঐ রুটি খাবো'। এবার অন্য প্রসঙ্গ। আমার দুইটা ভাগ্নে আছে। দুইটাই কার্টুন দেখার পাগল ছিলো। আপু পরে কার্টুনের চ্যানেল স্কিপ করে দিয়েছে।

কিছুদিন কান্না-কাটি করার পর ওরা ঠিক হয়ে গেছে। তবে সেই অভ্যাস এখনো যায় নি। বড়টা টম, আর ছোটটা জেরি। সারাদিন এ ওকে তাড়া করছে, আর ও একে তাড়া করছে। এভাবেই চলছে।

যাহোক, অনেক কথাই বলে ফেললাম। সব কথার শেষ কথা। আপনার সোনামনিকে কার্টুন দেখা থেকে বিরত রাখতে চেষ্টা করুন। না হলে পরে পস্তাতেও হতে পারে। আপনার সোনামনি কি অতিরিক্ত কার্টুন দেখছে? সাবধান হন এখুনি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.