আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আফশিন কে বাঁচাই। আরেকটিবার একসাথে হই।(Let's save Afsheen)

আসুন আফশিন কে বাঁচাই। আরেকটিবার একসাথে হই। আফশিন একটি ছোট বাবুর নাম, যে এখন জীবন মৃত্যুর মাঝখানে লড়ছে। প্রাণের মালিক তিনি। তবে ডাক্তাররা বলেছেন বাঁচানো সম্ভব, তবে ব্যয়বহুল।

ইতোমধ্যে চাকুরীজীবি বাবা-মা সব বিলিয়ে দিয়েছেন। আত্মীয়স্বজনেরাও দিচ্ছেন। কিন্তু যে মহারোগে ধরেছে, তাতে দরকার আরও। তাই আপনাদের অনুরোধ করছি আজ। হাইপোক্সিয়া (http://en.wikipedia.org/wiki/Hypoxia_(medical)) নামক এক ভয়ানক ব্যধিতে ভুগছে সে।

ওর মা সকালে জানাল প্রায় তিন সপ্তাহ লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে ইউনাইটেড হসপিটালে। প্রতিদিন খরচ যাচ্ছে প্রায় ২৫,০০০ টাকা। এটা চাট্টিখানি কথা নয়। আমাদের অনেকের মাসিক বেতনও হয়ত এত নয়। তাই বলে কি আমরা হেরে যাবো? একটি ছোট প্রাণ ঝড়ে যাবে অকালে।

আমরা কি পারবো না সবাই মিলে পাশে দাঁড়াতে। যদি চান তবে নীচে আফশিনের মায়ের একাঊন্ট দেয়া আছে। যা পারেন দেন, আসুন পাশে দাঁড়াই। এরকম আগেও দাঁড়িয়েছি, বার বার দাঁড়াব। আফশিন আমাদের ঘরে ঘরেই আছে।

তাদের পাশে না দাঁড়িয়ে কি উপায়? নাম: নায়লা হোসেন (Naila Hossain) একাউন্ট নং ১৮-৩৮২৫৭৩৬-০১ (A/C. No.: 18-3825736-01) ব্যংকঃ স্ট্যন্ডারড চারটারড ব্যংক (Standard Chartered Bank) ব্রাঞ্চঃ গুলশান হেড অফিস (Branch: Gulshan Head Office) Swift Code to send money fron abroad- SCBLBDDX ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.