আমাদের কথা খুঁজে নিন

   

হাসপাতালে লেখাপড়া করে দিন কাটছে লিমনের

আমাদের বশুবাড়ীর ঘাটের ঐতিয্য আর রক্ষাকরা গেলনা সেখানে াখেন এখন বাজে লোকেরা আড্ডা মারে। হাসপাতালের বিছানায় বসেই লেখাপড়া করছেন র‌্যাবের গুলিতে পঙ্গু হওয়া কলেজ ছাত্র লিমন। ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে লেখাপড়ার পাশাপাশি কম্পিউটার প্রশিণ নিচ্ছে তিনি। আজ বৃহস্পতিবার লিমন এ তথ্য জানিয়েছেন। লিমন জানান, গণস্বাস্থ্য হাসপাতালে গত ৯ জুন ভর্তি হওয়ার পর শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে।

হাসপাতাল থেকে দেয়া চার পা-ওয়ালা ক্র্যাচে ভর করে হাঁটাহাঁটি করছেন তিনি। লিমন জানিয়েছেন, এ হাসপাতালে ভর্তির পর ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তার প্রতি বিশেষ নজর রাখছেন। তিনি তাকে লেখাপড়া করতে উৎসাহিত করেন। তাদের উৎসাহ পেয়েই গ্রামের বাড়ি থেকে বইপত্র এনে লেখাপড়া শুরু করেন তিনি। লিমন জানান,ব্যবস্থাপনা পরিচালক হাসপাতাল অফিসের একজন কম্পিউটারম্যানকে তাকে কম্পিউটর শেখাতে বলেছেন।

তার কাছেই তিনি কম্পিউটার অপারেট শিখছেন। লেখাপড়া করছেন ১৫ জুন থেকে। খাবার খাচ্ছেন হাসপাতাল ক্যান্টিনে। এক প্রশ্নের জবাবে লিমন বলেন, গণস্বাস্থ্যে আসার আগ পর্যন্ত বাবা এবং এক মামা তার কাছে থাকতেন। এখন তারা থাকেন না।

তারা নিজ নিজ কাজে যোগ দিয়েছেন। মানবাধিকার কমিশন এবং আইন সালিশ কেন্দ্রের লোকজন পালাক্রমে লিমনের খোঁজ রাখছেন। প্রসঙ্গত, ২৩ মার্চ র‌্যাব কলেজ ছাত্র লিমনকে ধরে পায়ে গুলি করে। পরে তাকে ঢাকায় এনে জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউটে ২৫ মার্চ এবং ২৬ মার্চ পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন ২৭ মার্চ পঙ্গু হাসপাতালে লিমনের একটি পা কেটে ফেলা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।