আমাদের কথা খুঁজে নিন

   

আমার গাছের ফুল চুরি করে যে পূজা তুমি করছ তাতে কি তোমার প্রভু সন্তুষ্ট???

আমি ফজরের নামায পড়ে যখন বাসায় ফিরি তখন দেখি আমাদের থেকে ফুল ছেড়ার হিরিক। বেশ কয়েকদিন পর পরই এই একই কাহিনী দেখি। কিন্তু কিছু বলি না। আমাদের খুব একটা ফুলের দরকার হয় না। কিন্তু আমার দাদী ও আমার ছোট্ট ভাইটা এইটা মেনে নিতে পারে না।

তারা বেশ কয়েকবার তাদেরকে বারণ করেছে ফুল না ছিঁড়তে। এটাও বলেছে যে তোমরা নিজেরা গাছ লাগাও। বা অন্তত নেওয়ার আগে অনুমতি তো নিবা। কিন্তু কোনো কাজ হচ্ছে না। এখন দেখি তারা সময় পরিবর্তন করে হলেও ফুলগুলো নিয়ে যায়।

কি আর করা আমি অবশ্য তাদেরকে কিছু বলতে সবাইকে নিষেধ করে দিয়েছি। আমি আবার এই সামান্য বিষয় নিয়ে তর্কাতর্কিতে যেতে চাই না। এই কিছু ফুলের বিনিময়ে যদি তারা একটু মানসিক প্রশান্তি পায় ক্ষতি কি? তবে মনে প্রশ্ন জাগে........ আমার গাছের ফুল চুরি করে যে পূজা তুমি করছ তাতে কি তোমার প্রভু সন্তুষ্ট??? শিক্ষিত মানুষগুলো কি এত বোকা হতে পারে? অনেকটা কিছু সুদখোর ঘুষখোর মুসলমানের মতো যারা সুদ ঘুষের টাকা দিয়ে হজ্জ্ব করে এসে হাজী সাহেব সাজেন !!! ............................. ........................  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।