আমাদের কথা খুঁজে নিন

   

গাছের রিং

আমার ব্যক্তিগত ব্লগ

বইয়ে পড়েছি, গাছের রিং দেখে গাছের বয়স বোঝা যায়। ছোট বেলায় ভাবতাম গাছ না কাটলে গাছের রিং কিভাবে গোনা যাবে? আর গাছ কেটে ফেললে তো গাছ মরেই গেল, তাহলে বয়স জানতে গাছ মেরে ফেলতে হবে? এখনও এর উত্তর জানি তা নয়। তবে নিশ্চয়ই ভালো উপায় আছে জানার। আমি গাছের গুড়ি খেয়াল করতাম। দেখতাম রিং গোনাও সহজ না।

মোটা দাগের রিং, চিকন দাগের রিং, আরও নানা রকম রিং আছে, সব গুলো ঠিক মতোন আলাদা করাও কঠিন। নিশ্চয় কোন নিয়ম আছে দেখার। খালি চোখে যা আমার চোখে পড়ে নি। স্কুলে যাওয়ার পথে শাহজাহানপুরের কাঠের দোকানে দেখতাম বড় গুড়ির উপর ছোট ছোট কাঠ রেখে কাটা হচ্ছে। ওদের কাঠের গুড়ি গুলো খেয়াল করতাম।

বড় গুড়ির রিং কম। আমার মনে হলো রিং গুনে গাছের বয়স জানা মনে হয় সহজ না। কারন সব কাছে একরকম রিং পড়ে না। যাই হোক, বোটানিস্ট হবার সখ ছিল না বলেই হয়তো আর এই বিষয়ে পড়াশুনা করে জানার চেষ্টা করিনি। উত্তরগুলো তাই অজানাই রয়ে গেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।