আমাদের কথা খুঁজে নিন

   

ট্রয়ে: সুর্যের ডায়েরী থেকে

ট্রয়ে: সুর্যের ডায়েরী থেকে সব আগুনই নিভে একদিন, অফুরান জ্বলে ক্লান্ত শিখা মরে যায়, বাতাসের এলোমেলো গানে ছাইভস্মগুলোও উড়ে গিয়ে পেরিয়ে যায় ট্রয়ের সুরক্ষিত দেয়াল আর হেলেনের মুখে আকে সোহাগী তিলক । সুর্যাচ্ছন্ন ভোরে জেগে উঠলে কেদে উঠে আত্নার তানপুরা কিন্তু পেরুতে পারে না ট্রয়ের দেয়াল,ভালোবাসার শিকলে বাধা পা ! কালের ব্যাথাদিনে জীবনের প্রেমঋতু ! ঘোড়াদের কষ্টের দেৌড় আর পদাঘাতে ভারনত মাটি, বোবা প্রভাতে ধুলি উড়ে ট্রয়ে,কেপে উঠে সিংহাসন আর যোদ্বারা অনিবার্য যুদ্বে যুদ্বসাজে, ক্ষনে ক্ষনে ঝলকায় হাতিয়ার ! তাদের আছে বৈধ যুদ্বের সনদ, মারবার ও মরবার অধিকার । লড়ে যায় আর মরে যায় জীবনের শিখা । সুর্যই শুধু তার প্রশান্ত শিখাবিহীন আগুনের সাথে জ্বলে, এক আসমান থেকে অন্য আসমানে খেলায়, পানিপুর্ন মেঘমন্ডল আর পলকের একটু কাছাকাছিআলোকের সেতু । উকি মেরে দেখে নেয় একান্ত গোপন, নদীর শেষে সাগরের জল, মোহনার মিলিত জীবন ।

পৃথিবীর দিকে রেখে চোখ মায়ায় । লিখে রাখে সব । বাতাসে ভেসে আসে শীতের গুনগুন,তুষারে উষ্ণতা, আসমানী কিতাবের শব্দসোপান,আর জীবনের গভীরতর গান, ঘুমোট কান্নায় পৃথিবীর যত শোক আরেকবার জ্বলে উঠল,ব্যাথাঋতু আর শোকের মাতমে হেলেনই সবার অগোচরে !ফিরবে না কোনদিন নষ্ট সভ্যতায়, সাম্রাজ্যময় কুটচালে । মিশে যাবে রোদে, মেঘের কান্নায় আর সমুদ্র পাড়ি দিবে । সব আগুনই নিভে যায় একদিন, মরে যায় শিখা !আমি সুর্যই শুধু জ্বলে পুড়ে ঘড় করি শিখাবিহীন প্রশান্তআগুনের সাথে বিরামহীন আর লিখে রাখি প্রত্যহ জীবন আর পৃথিবীর নিয়ম ! অতীত,বর্তমান আর ভবিষ্যতে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.