আমাদের কথা খুঁজে নিন

   

রিয়েল মেডিক্যাল জোকস : ভাইভারঙ্গ

যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। আমার কজনা সৃজনশীল ফ্রেন্ডু আছে। তারা প্রস্তুতি ছাড়াই ভালো পরীক্ষা দেয়ার ব্যাপারে খ্যাত। তাদেরই ১জনা গ্যাছে বায়োকেমিস্ট্রি পরীক্ষা দিতে। প্রশ্ন হোয়েছে- মাইক্রোমিনারেলস এবং ম্যাক্রোমিনারেলস কী? বন্ধুর সৃজনশীল মস্তিষ্ক মুখস্থবিদ্যায় বিশ্বাসী না।

মগজ না হাতড়ে তার সিনথেসিস- 'মাইক্রোমিনারেলস : মিনারেলস হুইচ আর মাইক্রো ইন সাইজ। ' ম্যাক্রোমিনারেলসের সংজ্ঞা সে কী দিয়েছিল তা মনে হয় আর বোলতে হবে না। আরেক সৃজনশীলকে স্যর ভাইভায় ধরেছে- আচ্ছা বল তো DMARD কী? কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে টাইম পাস কোরে তার সৃজিত আনসার- 'ডায়াবেটিস মেলাইটাস উইথ একিউট রেসপিরেটরি ডিসট্রেস!' জবাব শুনে স্যর ভ্রূ কুঁচকে চোখ পিট পিট কোরে কিছুক্ষণ এদিক ওদিক তাকাতে থাকে, কাউকে খোঁজে মনে হয়। কাউকে না দেখে শেষে স্যর চিত্কার করে- 'এই এটারে উঠাও ত এখান থেকে!' আরেক অতিসৃজনশীলকে এনাটমি ভাইভাতে স্যর ম্যান্ডিবল ধরায়। স্যর বলে- এইটা কী? বন্ধু বলে- ম্যান্ডিবল! স্যর : বাহ, ক ত এদিকে কী যায়? বন্ধু : এঁ উঁ উঁ...ভেসেল যায় স্যর।

স্যর : কী ভেসেল? বন্ধু : এঁ উঁ...স্যর এ মুহুর্তে মনে পড়ছে না স্যর। স্যর : ঐ দিকে কী যায়? বন্ধু : স্যর নার্ভ যায় স্যর। স্যর : কোন নার্ভ? বন্ধু : উঁ উঁ উঁহ, পারতাম, এখন ভুলে গেছি স্যর। স্যর : তোর অবস্থা ত সুবিধার না রে! আইচ্ছা ক, লাস্ট চান্স, এইখানে কী লাগে? বন্ধু : স্যর মাসল স্যর। স্যর : কী মাসল? বন্ধু (বেশি সিনথেসিস হোয়ে যাচ্ছে দেখে বিব্রত হোয়ে মাথা চুলকাতে চুলকাতে, প্রচুর উপস্থিত বুদ্ধি খাটিয়ে) : এঁ স্যর উঁ স্যর ম্যান্ডিবুলারিস স্যর।

শুনে স্যরের ম্যান্ডিবল অনেকক্ষণ ধরে ঝুলে থাকে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।