আমাদের কথা খুঁজে নিন

   

সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের মাথায় টিউমার

এনা, নিউইয়র্ক থেকে সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের মাথায় টিউমার ধরা পড়েছে। সেটির চিকিৎসা চলছে। তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে নিয়মিতভাবে। এ ছাড়া তার শরীরে আরও কয়েকটি টিউমারের অস্তিত্ব পেয়েছেন চিকিৎসকরা। উলেল্গখ্য, গত মে মাসের শেষ দিকে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হন জেনারেল মইন।

তার স্পাইনাল কর্ডে অস্ত্রোপচারের পর নতুন এসব অসুখ ধরা পড়ে। এ জন্য মইনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে ১৭ জুন বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন তার ছোট ভাই মনির আহমেদ। তিনি জানান, হাসপাতালে মিসেস মইন রয়েছেন। তার একমাত্র ছেলে নিহাদ আহমেদ সামনের সপ্তাহে ফ্লোরিডা থেকে নিউইয়র্কে আসছেন বাবাকে দেখতে। উলেল্গখ্য, বেশ কয়েক মাস ধরে ফ্লোরিডায় ছোট ভাই সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সস্ত্রীক বাস করছিলেন জেনারেল মইন।

এমনি অবস্থায় তার শারীরিক সমস্যা দেখা দিলে তিনি নিউইয়র্কের এক হাসপাতালে ভর্তি হন। নিউইয়র্কের এক চিকিৎসক এনাকে জানান, সাবেক সেনাপ্রধান মইনের মাথার পেছনে এবং ঘাড়ের ওপরে যে টিউমারের সন্ধান পাওয়া গেছে, তা ক্যান্সারে পরিণত হলে তার শারীরিক অবস্থা কি হয় বলা মুশকিল। বেগমগঞ্জে মসজিদে দোয়া নোয়াখালী প্রতিনিধি জানান, জেনারেল (অব.) মইন উ আহমেদের আশু রোগমুক্তি কামনা করে গতকাল শুক্রবার বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজে মোনাজাত করা হয়েছে। তার নিজ উপজেলায় এতে শত শত মুসলি্ল অংশ নেন। জেনারেল (অব.) মইনের পরিবার সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের পর বেগমগঞ্জ চৌরাস্তা মসজিদ, আলাইয়াপুর ইউনিয়নের সুজায়েতপুর ব্যাপারীবাড়ি মসজিদ, আমানউল্যাপুর ইউনিয়নের করিমপুর মসজিদ, বেগমগঞ্জ ইউনিয়নের মধ্য নাজিরপুর মসজিদ, চৌমুহনী করিমপুর রোড মসজিদ, শরীফপুর ইউনিয়নের বাবুনগর বশির মিয়া সারেং মসজিদ, চৌমুহনী মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

জেনারেল (অব.) মইন উ আহমেদ গুরুতর অসুস্থ অবস্থায় যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের একটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। পরিবারের সদস্য ছাড়া অন্য কাউকে তার সঙ্গে দেখা করতে দিচ্ছেন না চিকিৎসকরা। সুত্র : সমকাল মৃত্যুর আগে সত্য কথাগুলো প্রকাশের অনুরোধ রইল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.