আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপে পাক দলে সাবেক মালিক

বাংলাদেশে অনুষ্ঠেয় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তানের প্রাথমিক ৩০ জনের দলে ঠাই হয়েছে প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিকের। ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান কামরান আকমলও। মার্চ-এপ্রিলে বসবে টি-টোয়েন্টির আসর। সানিয়া মির্জার স্বামী শোয়েব ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন৷

এ বারের বিশ্বকাপে পাকিস্তানের ক্যাপ্টেন মহম্মদ হাফিজকেই রাখা হতে পারে বলে জানা গেছে ৷ ২০১২ সালে শ্রীলঙ্কায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে হাফিজই ছিলেন অধিনায়ক৷ সেবার সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল পাক দল। ২০০৯ সালে ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান৷

প্রাথমিক পাক দল: মহম্মদ হাফিজ, আহমদ শেহজাদ, শার্জিল খান, শাহজেব হাসান, নাসির জামশেদ, খুরাম মনজুর, শোয়েব মালিক, সোহেব মকসুদ, উমর আকমল, হ্যারিস সোহেল, ইয়াসির আরাফত, ইয়াসির শাহ, হামাদ আজম, কামরান আকমল, শাহিদ আফ্রিদি, জোহেব আহমেদ, সোহেল তনবীর, মহম্মদ ইরফান, উমর গুল, জুনেইদ খান, বিলাওয়াল ভাট্টি, আনোয়ার আলি, আশাদ আলি, এহসান আদিল, মহম্মদ তলহা, সইদ আজমল, জুলফিকার বাবর, রাজা হাসান, আব্দুল রেহমান, সরফরাজ আমেদ৷ 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।