আমাদের কথা খুঁজে নিন

   

জলোচ্ছ্বাস

নিঃস্ব বালক আজকের আকাশটা কেমন ? রবীন্দ্রনাথ বেচে থাকলে হয়ত অনেক চমৎকার করে বলতে পারত। টিপটিপ বৃষ্টিতে আমার মনে হয় আকাশ আমার দিকে তাকিয়ে কাঁদছে । আচ্ছা চোখের পানি তো গরম হয় তাহলে বৃষ্টি ঠাণ্ডা কেন ।? তুমি হয়ত বলবে ,জানিনা কিন্তু আমি জানি তুমি উত্তর দিবেনা । বৃষ্টি না হয় ঠাণ্ডাই থাকুক বাতাস এত নিস্তেজ কেন আজ ? সুযি মামা কার বিরহে মেঘের আচলে মুখ লুকিয়েছেন । গত রাতের কথা নিশ্চয়ই ভুলে যাওনি চাঁদ মামা তো নিরুদ্দেশ তারা গুলি যেন কোথায় লুকিয়েছিল গুম পরানো হিম বায়ু আক্রমণে আমি যখন নিসাড় । তখন তুমি কার সাথে কোথায় কোন অভিসারে ? গত রাতের মেঘনার চেয়ে তুমিই মনে হয় বেশী হিংস্র । তোমাকে কি বলা উচিৎ কালবৈশাখী ,ভূমিকম্প , না জলোচ্ছ্বাসই ভাল তুমি চাইলে আকাশ অবমুক্ত হবে সূর্য মামা মেঘের আড়াল থেকে স্বরূপে ফিরবেন চাঁদ হয়ত প্রতিদিনই পূর্ণিমার আবহ ছড়াবে তারা গুলো সাজাবে চদের গায়েহলুদ জোছনায় আলোতে জলে উঠবে হাজারো জোনাকির আলো বাতাস ফাল্গুনী হিমে ডেকে নিবে নির্জনতায় আচ্ছা কি বলতে গেলাম আর কি বললাম তুমি আবার কোথা থেকে উদয় হলে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।