আমাদের কথা খুঁজে নিন

   

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও কর্মকর্তা-কর্মচারী সংঘর্ষ

বুধবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষ হয় বলে কর্তৃপক্ষ জানায়।
উত্তেজনা বিরাজ করায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন লাইব্রেরি কর্মচারী শাহীন, জনসংযোগ বিভাগে কর্মরত মোঘল, সিপিএস বিভাগের মামুন, বঙ্গবন্ধু হলের সেকশন অফিসার মাসুম ও একাডেমিক সেকশন অফিসার মোশারফ হোসেন।
তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ড. খাদেমুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে খাবার নিয়ে কর্মচারী ও ছাত্রদের মধ্যে কথা কাটাকাটি হয়।

তখন এক কর্মচারিকে মারধর করে ছাত্ররা।
এর প্রতিবাদে কর্মচারীরা সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশের আয়োজন করেন।
সকাল ১১টার দিকে সেখানে ছাত্রদের সঙ্গে কর্মচারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। উভয়পক্ষই লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রক্টর আরো বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.