আমাদের কথা খুঁজে নিন

   

মঙ্গল গ্রহে মহাত্মা গান্ধি!

মঙ্গল গ্রহের লালরঙা মাটিতে রয়েছেন মহাত্মা গান্ধী! সম্প্রতি ইতালির এক মহাকাশ গবেষক মঙ্গল গ্রহের তোলা ছবি বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছেন। গবেষকের দাবি, মঙ্গল গ্রহের তোলা ছবিতে তিনি এমন একটি বস্তুর সন্ধান পেয়েছেন যা দেখতে হুবহু ভারতের বাপুজীর মতো। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্স এক্সপ্রেস থেকে পাঠানো সাম্প্রতিক ছবিগুলো স্ক্যান করে মহাত্মা গান্ধীর সঙ্গে মিল খুঁজে পেয়েছেন গবেষক ম্যাটেও ল্যানেও। গবেষক ল্যানেও জানিয়েছেন, মঙ্গলের কাঠামোতে যে বস্তুটি দেখা যাচ্ছে তার মুখ, গোঁফ এবং আইব্রু অর্থাৎ ভ্রু দেখতে ভারতের বাপুজীর মতোই।

অবশ্য, এই ধরনের মুখআবয়ব খুঁজে পাবার ঘটনা এবারই প্রথম নয়। ১৯৭৬ সালে আমেরিকান ভাইকিং ১ অরবিটার থেকে তোলা এক ছবিতে মঙ্গলের বড়ো এক পাহাড়কে মুখের আদলের মতোই মনে হতো। এক্ষেত্রে, মহাত্মা গান্ধীকে মঙ্গল গ্রহে দেখতে পাওয়ায় মহাকাশ গবেষকরা একে এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীর কাজ বলেও মনে করছেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গবেষকরা কোনোকিছুর মধ্যে মুখের আদল খুঁজে পাবার এই ঘটনাকে একটি নাম দিয়েছেন। এর নাম ‘প্যারেইডোলিয়া’।

এই ঘটনার ফলে প্রকৃতি কিংবা মেঘের মধ্যে অতি উত্তেজনার ফলে কোনো অবয়ব বা মুখ দেখা যায়। মানুষ টিকে থাকার জন্যই কোনো পরিচিত কিছুর সঙ্গে তুলনা করে যা তাদের স্বভাবের মধ্যে পড়ে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।