আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতিবাজ ফায়ার সার্ভিস ডিজির পক্ষে আমাদের সাহারা আপু

সংসদীয় কমিটির তদন্তে দুর্নীতিবাজ প্রমাণিত হওয়ার পরও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোঃ শহিদুল্লাহর পক্ষে অবস্থান নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩০তম বৈঠকে আবু নাঈম মো. শহিদুল্লাহর বিভিন্ন অনিয়ম নিয়ে আলোচনাকালে স্বরাষ্ট্রমন্ত্রী তার এই অবস্থান ব্যক্ত করেন। উল্লেখ্য, গত ২১ এপ্রিল কমিটির ২৯তম বৈঠকে ফায়ার সার্ভিসের মহাপরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সুপারিশ করেছিলো সংসদীয় কমিটি। ওইদিন এ বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন কমিটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। ফায়ার সার্ভিসের আন্তর্জাতিক ক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়ার ভিত্তিতে বিষয়টি তদন্তে মির্জা আজমকে প্রধান করে ৬ সদস্যের একটি সংসদীয় উপ-কমিটি গঠন করা হয়েছিলো।

এই উপ-কমিটি গত বছরের ডিসেম্বর মাসে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে। যা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংসদীয় কমিটির বৈঠকে উত্থাপন করা হয়। ফায়ার সার্ভিস কতৃপক্ষের পাঁচটি আইটেম ক্রয়ে ২৫ কোটি টাকার অনিয়ম খুঁজে পেয়েছিলো উপ-কমিটি। কমিটির সদস্য জাতীয় পার্টির সংসদ সদস্য মো. মুজিবুল হক এ বিষয়ে বাংলানিউজকে বলেন, ‘আমাদের তদন্ত প্রতিবেদনে স্বরাষ্ট্রমন্ত্রী বিব্রত হয়েছেন। তিনি আজকের বৈঠকে এ বিষয়ে বলেছেন-এত দুর্নীতি কিভাবে হতে পারে।

’ এবিষয়ে কমিটির সভাপতি আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, ‘মন্ত্রী বলেছেন-আমারতো মনে হয় না এর মধ্যে এত সিরিয়াস কিছু থাকতে পারে। ’ সভাপতি বলেন, ‘কমিটির সদস্য হিসেবে মন্ত্রী তদন্ত কমিটির প্রতিবেদন দেখেছেন। ওই সময় তিনি এবিষয়ে কথা বললে ভালো হতো। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে। এর পর প্রতিবেদন দেওয়া হয়েছে।

প্রতিবেদন নিয়েও আলোচনা হয়েছে। এরপরও যদি কেউ বলে তদন্ত ঠিক হয়নি তবে বিষয়টি খুব ডিফিকাল্ট হয়ে যায়। ’ কমিটির সুপারিশ অনুযায়ী চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করা বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে কমিটির সভাপতি আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, ‘আমাদের কাজ আমরা করেছি। সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে। তবে আমাদের সুপারিশ বাস্তবায়ন হয়নি ।

’ ফায়ার সার্ভিসের ওই অনিয়মের ঘটনায় স্পেশাল অডিট করার বিষয়েও কমিটি পরামর্শ দিয়েছে বলেও জানান তিনি। কমিটি সূত্রে জানা গেছে, বৈঠকে র‌্যাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। র‌্যাবের কার্যক্রম নিয়ে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টশন উপস্থাপন করা হয়। কমিটির সভাপতি এ বিষয়ে বলেন, ‘কিছু ক্ষেত্রে র‌্যাবের কার্যক্রম এর মানকে ক্ষুণœ করছে। এবিষয়ে আমরা বলেছি সতর্ক থাকতে।

’ তিনি জানান, র‌্যাব এ বিষয়ে কমিটিকে বলেছে-কিছু ঘটনা অনিচ্ছকৃত, কিছুটা ভুল বোঝাবুঝি। তবে বেশিরভাগই অতিরঞ্জিত। আব্দুস সালাম বলেন, ‘কমিটি র‌্যাবকে বলেছে একজন অপরাধী পালিয়ে গেলে সমস্যা নেই। কিন্তু একজন সাধারণ নিরপরাধ নাগরিক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। ’ এদিকে ২১ অগাস্ট বোমা হামলা, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলা, দ্বিতল বাসে আগুন লাগানো মামলা এবং ১০ ট্রাক অস্ত্র মামলার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে সিআইডি’র পক্ষ থেকে কমিটিকে জানানো হয়েছে- দ্বিতল বাসে আগুন লাগানো মামলায় কিছুটা বিলম্ব হলেও বাকিগুলোর তদন্ত কাজ আগামী ১ মাসের মধ্যে শেষ হবে। আব্দুস সালামের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রতিমন্ত্রী শামসুল ইসলাম টুকু, মির্জা আজম, মোঃ মুজিবুল হক চুন্নু, মোঃ হাবিবর রহমান এবং সানজিদা খানম অংশ নেন। এছাড়া র‌্যাব, পুলিশ ও সিআইডির উর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন। Details  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.