আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা কি তার দুর্নীতিবাজ পুত্রকে ক্ষমতায় বসাতে চান: হানিফ

আমি নতুন কিছু লিখবো সিলেট অভিমুখে রোডমার্চে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া নতুন প্রজন্মের কাছে দায়িত্ব দিয়ে যাওয়ার যে ঘোষণা দিয়েছেন তার সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘এ কথা বলে তিনি (খালেদা) কি বোঝাতে চাইছেন? তিনি কি তার দুর্নীতিবাজ পুত্রকে (তারেক) ক্ষমতায় বসাতে চান?’ বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে হাওয়া ভবন তৈরি করে সরকারের প্যারালাল সরকার গঠন করেছিলো’ বলে মন্তব্য করে হানিফ বলেন, ‘হাওয়া ভবনের কর্ণধার ছিলো তারেক জিয়া। সেখানে বসে দুর্নীতি লুটপাট চালিয়েছিলো। সেখানে বসেই নিজেদের মধ্যে গোপন বৈঠক করে তালিকা করে প্রগতিশীল ব্যক্তি-দল-গোষ্ঠী রাজনীতিক-সাংবাদিক-বুদ্ধিজীবীসহ মুক্তচিন্তার মানুষদের হত্যা অত্যাচার নির্যাতন চালানোর নীল নকশা প্রণয়ণ ও বাস্তবায়ন করা হতো।

খালেদা জিয়া কি সেই তারেককেই ক্ষমতায় বসাতে চান?’ তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বাঁচাতে রোডমার্চ করে খালেদা জিয়া বলেছেন- আর একটি মুক্তিযুদ্ধ হবে। এ কথার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে তিনি মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন না। স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন না। স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি তার যদি ন্যুনতম শ্রদ্ধা থাকতো তাহলে তিনি স্বাধীন দেশে বসবাস করে যুদ্ধের হুমকি দিতেন না। ’ হানিফ বলেন, ‘ধর্ম নিয়ে কথা বলে খালেদা জিয়া সাম্প্রদায়িকতাকেই উস্কে দিয়েছেন।

তার বক্তব্য শুনে মনে হয়েছে- তিনি ধর্মযাজকের সার্টিফিকেট পেতে চান। তিনি হয়তো ধর্মকর্ম পালনের সময় পান না বা মানসিকতাও নেই। কিন্তু অন্য ধর্মের প্রতি তিনি কটাক্ষ করতে পারেন না। ’ তিনি বলেন, ‘শেখ হাসিনা ৫ ওয়াক্ত নামাজ পড়েন। যে ব্যক্তি নামাজ পড়েন তিনি কোন ধর্মের লোক এটাকি খালেদা জিয়া জানেন না?’ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন রোডমার্চে খালেদা জিয়া সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলে যে ঘোষণা দিয়েছিলেন তার জবাবে হানিফ বলেন, ‘এখন তিনি কোথায় আছেন?’ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.