আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভালবাসা, এবং তারপর.....( রোমান্টিক প্রেমের কবিতা) পার্ট -১

ভালকে সমর্থন এবং খারাপকে বর্জন করতে শিখুন । আমার ভালবাসা, এবং তারপর......... আমি ভালবাসব তোমায় পাগলের মত। যতটা ভালবেসে নির্ঝর পাহাড় হতে’ নদীর বুকে আছড়ে পড়ে, যতটা ভালবেসে মেঘ বারি হয়ে’ ধরায় ঝড়ে পড়ে। ..............তার ‘চে বেশি। ।

যতটা ভালবেসে ঊর্মীরা বালুকা বেলায় মিশে যায়, যতটা ভালবেসে তটিনী, সাগরে হারায়। ..............তার ‘চে বেশি। । যতটা ভালবেসে পুষ্প স্ব- যৌবন ভ্রমরে লুটায়, যতটা ভালবেসে ফাগুন ফুলেরে ফোটায়। ..............তার ‘চে বেশি।

। যতটা ভালবেসে মাতাল সরাবে ডুবে থাকে, যতটা ভালবাসে পেঁচা নিশার আঁধারটাকে। ..............তার ‘চে বেশি। । যতটা ভালবেসে গোধূলী পশ্চিমা দিগন্তে লালিমা ছড়ায়, যতটা ভালবেসে কুয়াশা হীম ঊষাকে জড়ায়।

..............তার ‘চে বেশি। । যতটা ভালবেসে চাতক পথ চাহে বারির আশায়, যতটা ভালবেসে মেঘ আকাশে ভেসে বেড়ায়। ..............তার ‘চে বেশি। ।

ভালবাসার যত রুপ তুমি দেখেছ, ভালবাসার যত রঙ তুমি পড়েছ, ..............তার ‘চে বেশি। । তোমার প্রত্যাশার চাইতে বেশি, তোমার কল্পনার চাইতে বেশি, অনেক........অনেক। ভালবাসার প্লাবন নামাব তোমার--- অন্তর - বাহিরে, ভালবাসার ঢেউ তুলব তোমার--- তনু – মনে। আমি ছুইয়ে দেব তোমায়.... তোমার ঠোঁট, চোখ, গাল, কপাল, চুল, গ্রীবা, তনু, ছুঁইয়ে দেব আমার স্পর্শে, আদরে, সোহাগে, ভালবাসায়।

ছুঁইয়ে ছুঁইয়ে নিজে পাগল হব, তোমায় পাগল করব। আমি আটকে ফেলব তোমায়, আমার মাঝে, আমার ভালবাসায়, আদরে, সোহাগে, পরশে, আবেগে, অনুরাগ-অভিমানে, শয়নে- স্বপনে- জাগরনে। আটকে ফেলব তোমার তনু, অন্তর-মন, চেতনা, চিন্তা-ভাবনা, বচন, ভূবন। ভালবাসায় শেষ বলে কিছু নেই পাপ-অপরাধ বলেও নেই কিছু যদি থেকে থাকে তবে.... তোমার জন্য শেষ সীমাটুকুও আমি অতিক্রম করব। সে পাপে নিজেরে করব পাপী, আর সে অপরাধে নিজেরে অপরাধী করব।

তবুও বাসব.............. ভালবাসব। ...................তারপর.......................... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.